Bootstrap Image Preview
ঢাকা, ১৯ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ইরান-যুক্তরাষ্ট্র সামরিক সংঘাতের বিরোধিতা করছেন বেশিরভাগ মার্কিন নাগরিক

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২২ মে ২০১৯, ১২:০৯ PM
আপডেট: ২২ মে ২০১৯, ১২:০৯ PM

bdmorning Image Preview


ইরানের সঙ্গে সামরিক সংঘাতের বিরোধিতা করছেন বেশিরভাগ মার্কিন নাগরিক। নতুন এক জনমত জরিপে এ তথ্য উঠে এসেছে।

দি রয়টার্স/ইপসস পাবলিক অপিনিয়ন পোল মঙ্গলবার এ জরিপের ফলাফল প্রকাশ করেছে। এতে দেখা যাচ্ছে শতকরা ৬০ ভাগ মার্কিন নাগরিক আগেভাগে ইরানের ওপর যুক্তরাষ্ট্রের হামলার বিরোধিতা করেছেন। মাত্র শতকরা ১২ ভাগ জনগণ ইরানের বিরুদ্ধে আগেভাগে যুদ্ধ শুরুর পক্ষে মত দিয়েছেন।

নতুন এ জরিপে আরেকটি গুরুত্বপূর্ণ তথ্য বের হয়েছে, সেটি হচ্ছে- শতকরা ৪৯ ভাগ মার্কিন নাগরিক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ইরান-নীতিকে সমর্থন করছেন না। এর মধ্যে শতকরা ৩১ ভাগ বলেছেন, তারা জোরালোভাবে ট্রাম্পের ইরান-নীতির বিরোধিতা করেন।

জনমত জরিপ আরো ইঙ্গিত দিচ্ছে যে, শতকরা ৫৩ ভাগ মার্কিন নাগরিক ইরানকে ‘মারাত্মক হুমকি’ বা ‘আসন্ন হুমকি’হিসেবে দেখছেন এবং শতকরা ৫১ ভাগ মানুষ মনে করেন আগামী কয়েক বছরের মধ্যে দু দেশের মধ্যে যুদ্ধ হবে। ইরানের সঙ্গে ছয় জাতগোষ্ঠীর যে পরমাণু সমঝোতা হয়েছিল তার প্রতি সমর্থন দিয়েছেন শতকরা ৬১ ভাগ মানুষ।

১৭ মে থেকে ২০ মে অনলাইনে গোটা যুক্তরাষ্ট্র জুড়ে এই জরিপ পরিচালনা করা হয়েছে। এতে অংশ নেয়া ১০০৭ জনের মধ্যে ডেমোক্র্যাট সমর্থক ৩৭৭ জন ও রিপাবলিকান দলের সমর্থক ৩১৩ জন।

Bootstrap Image Preview