Bootstrap Image Preview
ঢাকা, ২৯ শুক্রবার, মার্চ ২০২৪ | ১৫ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

ধুনট পৌরসভার বাজেট উন্নয়নে ওয়ার্ডে উন্মুক্ত সভা

রফিকুল আলম, ধুনট প্রতিনিধি
প্রকাশিত: ২১ মে ২০১৯, ০৯:৫১ PM
আপডেট: ২১ মে ২০১৯, ০৯:৫১ PM

bdmorning Image Preview
ছবিঃ বিডিমর্নিং


বগুড়ার ধুনট পৌরসভার ২০১৯-২০২০ অর্থবছরের বাজেটের উন্নয়ন পরিকল্পনায় সাধারণ নাগরিক, দরিদ্র প্রান্তিক জনগোষ্ঠি ও নারী ভোটারদের মতামত প্রকাশের জন্য ৯নং ওয়ার্ডে উন্মুক্ত আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২১ মে) সন্ধ্যার দিকে চরধুনট সরকার প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে রেসপন্সিভ লোকাল পিপল (রেসপনসিবল) প্রকল্পের মাধ্যমে ইউকেএআইডির অর্থায়নে মানুুষের জন্য ফাউন্ডেশন ও লাইট হাউজ ধুনট শাখার সহযোগিতায় এবং পৌরসভার আয়োজনে ইফতার পুর্ব উন্মুক্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

ধুনট পৌরসভার কাউন্সিলর ফরিদ উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন মেয়র এজিএম বাদশাহ।

সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন লাইট হাউজের প্রজেক্ট কর্মকর্তা সানজিদা নাসরিন, পৌর কাউন্সিলর নিরঞ্জন কুমার দাস, ফজলুল হক সোনা, পৌরসভার কর আদায়কারী এনামুল হক দোলন ও লাইট হাউজের ফ্যাসিলিটেটর ওমর ফারুক প্রমুখ। 

Bootstrap Image Preview