Bootstrap Image Preview
ঢাকা, ২৯ শুক্রবার, মার্চ ২০২৪ | ১৫ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

লালমনিরহাটে অভ্যন্তরীণ ধান ও চাল ক্রয় শুরু

আসাদুজ্জামান সাজু, লালমনিরহাট প্রতিনিধিঃ
প্রকাশিত: ২১ মে ২০১৯, ০৯:২৭ PM
আপডেট: ২১ মে ২০১৯, ০৯:২৭ PM

bdmorning Image Preview


লালমনিরহাটে অভ্যন্তরীণ ধান ও চাল সংগ্রহ কার্যক্রম শুরু হয়েছে।

মঙ্গলবার (২১ মে) দুপুরে সদর এলএসডি প্রাঙ্গণে সংগ্রহ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ শফিউল আরিফ।

জেলা খাদ্য নিয়ন্ত্রক কাজী সাইফুদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক বিধু ভূষণ রায়, জেলা চাল কল মালিক সমিতির সভাপতি শেখ আব্দুল হামিদ বাবু প্রমুখ। 

লালমনিরহাট জেলায় চলতি বছর ২৬ টাকা কেজি দরে ১ হাজার ৪৯৩ মে: টন ধান, ৩৬ টাকা কেজি দরে ১০ হাজার ৭৩১ মে: টন সিদ্ধ চাল এবং ৩৫ টাকা কেজি দরে ৩৪৫ মে: টন আতব চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। আগামী ৩১ আগস্ট পর্যন্ত ধান ও চাল সংগ্রহ কার্যক্রম চলবে। 


 

Bootstrap Image Preview