Bootstrap Image Preview
ঢাকা, ১৯ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ধানের ন্যায্য মূল্য নির্ধারণসহ ৬ দফা দাবিতে দিনাজপুরে মানববন্ধন

শেখ মোঃ জাকির হোসেন, দিনাজপুর প্রতিনিধিঃ
প্রকাশিত: ২১ মে ২০১৯, ০৮:৫৩ PM
আপডেট: ২১ মে ২০১৯, ০৮:৫৩ PM

bdmorning Image Preview


ধানের ন্যায্য মূল্য নির্ধারণ ও সরাসরি কৃষকের কাছ থেকে ধান ক্রয়সহ ৬ দফা দাবিতে দিনাজপুর প্রেসক্লাবের সামনে ঘন্টাব্যাপী মানববন্ধন করেছে বাংলাদেশ কৃষক সমিতি দিনাজপুরের নেতাকর্মীরা।  

মঙ্গলবার (২১ মে) সকালে এ মানববন্ধন পালন করা হয়। 

বাংলাদেশ কৃষক সমিতির কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মো: আলতাফ হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠিত কৃষক সমাবেশে বক্তারা বলেন, সরকার কৃষকের উৎপাদিত ধানের ন্যায্য মূল্য না দেয়ার কারণে কৃষক আজ সর্বশান্ত হতে বসেছে।

তারা বলেন, একদিকে সরকারের আমদানি নির্ভর নীতির কারণে বাজারে চালের মূল্য কমছে এবং কৃষক সুষ্ঠ ধানের মূল্য পাচ্ছে না। দেশের শীর্ষ ব্যবসায়ীরা বিদেশের বাজার থেকে অবিরাম চাল আমদানি করায় মিলাররা কৃষকের নিকট থেকে  আর ধান ক্রয় করছে না ফলে শুরু হয়েছে সংকট। এই সংকট মোকাবেলায় সরকারের এখনো কোন পদক্ষেপ গ্রহণ না করায় দেশের সাধারণ কৃষক রয়েছে চরম বিপদে।

ইতিমধ্যে কোন কোন অঞ্চলের কৃষক ধানের ক্ষেতে আগুন, রাস্তায় ধানের বস্তা ফেলে দিয়ে সরকারি নীতির প্রতিবাদ করেছে।

মানববন্ধন পূর্ব সমাবেশে বক্তব্য রাখেন- কৃষক নেতা অধ্যাপক বদিউজ্জামান বাদল, মো: আলতাফ হোসাইন, দয়ারাম রায়, কামরুজ্জামান ও আবুল কালাম আজাদ প্রমুখ। 

উল্লেখ্য, ৬ দফা দাবির মধ্যে রয়েছে- ধান, গম, পাট, ভুট্টা সবজিসহ ফসলের লাভজনক মূল্য দিতে হবে, ইউনিয়ন পর্যায়ে সরকারি শস্য ক্রয় কেন্দ্র খোলা এবং সরাসরি কৃষকের কাছ থেকে পণ্য ক্রয় করতে হবে, ভূমি অফিসসহ সকল অফিসের অনিয়ম বন্ধ এবং সেচ কাজে নিরিবিচ্ছিন্ন বিদ্যুৎ ব্যবস্থা দিতে হবে, কৃষিঋণ বিতরণে ঘুষ দুর্নীতি বন্ধ, সার্টিফিকেট মামলা প্রত্যাহার এবং শস্য বীমা চালু, বিএডিসিকে সচল করার মাধ্যমে সস্তায় কৃষি উপকরণ ও ভাড়ায় কৃষি যন্ত্রপাতি সরবরাহ করতে হবে এবং অবিলম্বে ভূমি ব্যবহার নীতিমালা ও কার্যকর ভূমি সংস্কার করতে হবে।  

Bootstrap Image Preview