Bootstrap Image Preview
ঢাকা, ২০ শনিবার, এপ্রিল ২০২৪ | ৭ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

নান্দাইলে সাড়ে ৭২ হাজার অতিদরিদ্রর মাঝে বিতরণ করা হবে সরকারি চাল

রমজান আলী, নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধিঃ
প্রকাশিত: ২১ মে ২০১৯, ০৮:৩০ PM
আপডেট: ২১ মে ২০১৯, ১০:১৩ PM

bdmorning Image Preview


ময়মনসিংহের নান্দাইল উপজেলার ১৩টি ইউনিয়নে আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে ত্রাণ ও পুনর্বাসন মন্ত্রণালয় থেকে ৭২ হাজার ৪'শ ১১ জন অতিদরিদ্রর মাঝে ১৫ কেজি করে চাল বিতরণ করা হবে।    

মঙ্গলবার (২১ মে) সংশ্লিষ্ট সূত্র থেকে এ তথ্য জানা যায়। 

নান্দাইল উপজেলায় ১ হাজার ৮৬.১৬৫ মেট্রিক টন চাল ইতিমধ্যে বরাদ্দ প্রদান করা হয়েছে। এছাড়া নান্দাইল পৌরসভার জন্য ৪ জাহার ৬ শত ২১ জন অতি দরিদ্রদের মাঝে ৬৯.৩১৫ মেট্রিক টন চাল আলাদাভাবে বরাদ্দ প্রদান করা হয়েছে।  

উপজেলার ১৩টি ইউনিয়নে বরাদ্দ যথাক্রমে- ১ নং বীর বেতাগৈর ৩২৭৫ জন, ২ নং মোয়াজ্জেমপুর ৬৫০৯ জন, ৩ নং নান্দাইল ৪৭৮৫ জন, ৪ নং চন্ডীপাশা ৭০৩৮ জন, ৫ নং গাংগাইল ৬২৫৬ জন, ৬ নং রাজগাতী ৫১১২ জন, ৭ নং মুশুলী ৫৮৯১ জন, ৮ নং সিংরইল ৫২৭৯ জন, ৯ নং আচারগাঁও ৫৩১৮ জন, ১০ নং শেরপুর ৫৩৮০ জন, ১১ নং খারুয়া ৫৬২৫ জন, ১২ নং জাহাঙ্গীরপুর ৭০৩৬ জন ও ১৩ নং চরবেতাগৈর ৪৯০৭ জন অতি দরিদ্রের মাঝে ১৫ কেজি করে চাল বিতরণ করতে হবে।    

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, আগামী ২৭, ২৮ ও ২৯ মে সম্পূর্ণ বিনামূল্যে চাল সরকারি কর্মকর্তাদের উপস্থিতিতে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও পৌরসভার মেয়রের মাধ্যমে এই সরকারি সাহায্য বিতরণ করতে হবে।   

 

Bootstrap Image Preview