Bootstrap Image Preview
ঢাকা, ২৯ শুক্রবার, মার্চ ২০২৪ | ১৫ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

ঢাকা-পাথরঘাটা নৌপথে লঞ্চ সার্ভিস চালুর দাবি

ইমরান হোসাইন, পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধিঃ
প্রকাশিত: ২১ মে ২০১৯, ০৬:৩৬ PM
আপডেট: ২১ মে ২০১৯, ০৬:৩৬ PM

bdmorning Image Preview


বরগুনার পাথরঘাটায় ঢাকা-পাথরঘাটা নৌপথে লঞ্চ সার্ভিসের দাবিতে মানববন্ধন পালন করেছে পাথরঘাটা প্রেসক্লাব, উপজেলা আইনজীবী সমিতি ও বণিক সমিতি।  

মঙ্গলবার (২১মে) বেলা ১১টায় শহরের শেখ রাসেল স্কায়ার চত্বরে এ মানববন্ধন পালিত হয়। 

প্রেসক্লাব সভাপতি মির্জা শহিদুল ইসলাম খালেদের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন- উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাড. জাবির হোসেন, প্রেসক্লাবের সম্পাদক জাকির হোসেন খান, উপজেলা জাতীয় পার্টির সাধারণ  সম্পাদক আবুল কালাম আজাদ, সাংবাদিক আমিন সোহেল, হাফেজ গোলাম মোস্তফা, মেহেদী শিকদার, শহিদুল গাজী প্রমুখ। 

মানববন্ধনে বক্তারা বলেন, ঢাকা-পাথরঘাটা নৌপথ বর্তমান সময়ে অত্যন্ত জনপ্রিয় এবং ব্যবসা সফল একটি রুট। ১২ বছর আগে এ রুটে লঞ্চ সার্ভিস থাকলেও বর্তমানে নেই। প্রতিদিন এ এলাকার ব্যবসায়ীরা পরিবহনযোগে কষ্ট করে কোটি-কোটি টাকার মালামাল আনা নেয়া করে। পাথরঘাটা থেকে ২০ কি. মি. দূরে একটি লঞ্চ টার্মিনাল থাকলেও ঝুঁকি নিয়ে যাত্রীরা চলাচলে দুর্ভোগ পোহাতে হয়। এ নৌপথে কোন লঞ্চ না থাকায় যাত্রীদের চাহিদা পূরণ হয়না।

বক্তারা আরও বলেন, সামনে পবিত্র ঈদুল ফিতর ঈদের সময় যাত্রীদের অসহনীয় দুর্ভোগ ও জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করতে হয়। সার্বিক দিক বিবেচনা করে ঈদুল ফিতরের পূর্বেই ঢাকা-পাথরঘাটা নৌপথে প্রতিদিন দুটি লঞ্চ চালুর জন্য প্রধানমন্ত্রী ও নৌ পরিবহন প্রতিমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেছেন।  

 

Bootstrap Image Preview