Bootstrap Image Preview
ঢাকা, ২৫ বৃহস্পতিবার, এপ্রিল ২০২৪ | ১২ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ঈশ্বরদী পৌরসভার ১০৫ কোটি টাকার বাজেট ঘোষণা

গোপাল অধিকারী, ঈশ্বরদী প্রতিনিধি
প্রকাশিত: ২১ মে ২০১৯, ০৫:০১ PM
আপডেট: ২১ মে ২০১৯, ০৫:০১ PM

bdmorning Image Preview
ছবিঃ বিডিমর্নিং


ঈশ্বরদী পৌরসভার ২০১৯-২০ অর্থ বছরের উন্মুক্ত বাজেট ঘোষণার প্রাক্কালে পৌর মেয়র আলহাজ্ব আবুল কালাম আজাদ মিন্টু বলেছেন ‘ জুনের মধ্যেই পৌরবাসীর ভোগান্তি দূর হবে।’

সোমবার (২১ মে) বিকেলে পৌর চত্বরে অনুষ্ঠিত জনসমক্ষে প্রস্তাবিত বাজেট অধিবেশনে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মুক্তিযোদ্ধা নূরুজ্জামান বিশ্বাস।বাজেট উপস্থাপন করেন পৌরসভার হিসাব রক্ষক তবিবুর রহমান।

এসময় অন্যান্য অতিথিদের মধ্যে ছিলেন ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম খান ও আতিয়া ফেরদৌস কাকলী। পৌরসভার সচিব জহুরুল হক, প্রকৌশলী আব্দুল আউয়ালসহ সকল কাউন্সিলর ও কর্মকর্তা-কর্মচারীরা।

বাজেটে প্রারম্ভিক ৩৩,৮৯,২৮৮.৫০ টাকার সাথে চারটি খাতের চলতি বছরে ১০৪,৫৬,৭৬,৮৫০ টাকা আয় ধরে মোট আয় ১০৪, ৯০, ৬৬, ১৩৮.৫০ টাকা ধরা হয়েছে। চারটি খাতে চলতি বছরে ১০৪,০০, ৬৫,৯৬৩.৫০ টাকা ব্যয় ধরা হয়েছে। উদ্বৃত্ত ৯০,০০,১৭৫ .০০ টাকা রাখা হয়েছে। 

বাজেট আলোচনায় অংশগ্রহন করেন প্রেসক্লাবের সভাপতি স্বপন কুমার কুন্ডু, মানবাধিকার কর্মি শহীদুল হাসান ববি সরদার, শিক্ষক আব্দুল হান্নান, শিক্ষক নওশাদ আলী, সাংবাদিক আক্তারুজ্জামান মিরু, আওয়ামী লীগ নেতা আব্দুস সাত্তার প্রমূখ।

পৌরসভার বিভিন্ন এলকার প্রায় সহস্রাধিক মানুষ বাজেট ঘোষণা অনুষ্ঠানে সমাবেত হয়।

Bootstrap Image Preview