Bootstrap Image Preview
ঢাকা, ১৯ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

গুণীজনদের সম্মান জানালে জাতি বিশ্বে মাথা উঁচু করে দাঁড়ায়: স্পিকার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২১ মে ২০১৯, ০৪:৫২ PM
আপডেট: ২১ মে ২০১৯, ০৪:৫২ PM

bdmorning Image Preview


স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, যে জাতি গুণীজনদের সম্মান জানায়, সেই জাতি বিশ্বেরবুকে মাথা উঁচু করে দাঁড়ায়।

সোমবার বাংলাদেশ শিল্পকলা একাডেমির চিত্রশালা মিলনায়তনে সাধনা সংসদ আয়োজিত আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন পরমাণু বিজ্ঞানী ড. এম এ ওয়াজেদ মিয়ার ১০ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তেব্য তিনি এ কথা বলেন।

স্পিকার বলেন, প্রজন্ম থেকে প্রজন্ম ড. ওয়াজেদ মিয়ার নাম ইতিহাসের পাতায় লেখা থাকবে। বিজ্ঞান চর্চায় তার অবদান ভবিষ্যৎপ্রজন্মকে অনুপ্রেরণা যোগাবে।

তিনি বর্তমান ও ভবিষ্যৎপ্রজন্মকে ওয়াজেদ মিয়ার জীবন থেকে শিক্ষা নেওয়ার আহ্বান জানান।

ড. এম এ ওয়াজেদ মিয়া বিশ্বর বুকে বাংলাদেশকে উজ্জ্বল করেছেন, উল্লেখ করে স্পিকার বলেন, তার মেধা, মননও সৃজনশীলতা দিয়ে দেশের মানুষের জন্য যে কাজ করে গেছেন তা চিরস্মরণীয় হয়ে থাকবে। সৎ কর্ম ও বিজ্ঞানমনস্ক চিন্তার মধ্য দিয়ে তিনি বেঁচে থাকবেন অনন্তকাল।

স্পিকার বলেন, যুগে যুগে পৃথিবীতে এমন কিছু মানুষের আবির্ভাব ঘটে, যারা নিজেদের চেয়ে দেশ ও জাতির কল্যাণের কথা অধিক গুরুত্বের সাথে চিন্তা করেন, মানবতার কল্যাণে নিবেদিত হন। তেমনই একজন মহান ব্যক্তি বিশিষ্ট পরমাণু বিজ্ঞানী ড. এম এ ওয়াজেদ মিয়া। একজন মেধাবী মানুষকে স্মরণ করতে শুধুসভা সেমিনার নয়, বিজ্ঞানমেলা এবং গবেষণা বাড়াতে হবে, তার দ্যুতি ছড়িয়ে দিতে হবে।

তিনি বলেন, ড. এম এ ওয়াজেদ মিয়ার চরিত্রমাধুর্য ও বিজ্ঞানমনস্ক চিন্তা-চেতনা ভবিষ্যৎপ্রজন্মের কাছে প্রেরণার চিরন্তন উৎস হিসেবে থাকবে। আগামী প্রজন্ম তার আদর্শের পথরেখা অনুসরণ করে বিজ্ঞানমনস্ক জাতি গঠনে অনুপ্রাণিত হবে।

শিল্পমন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ও সাধনা সংসদের উপদেষ্টা আমির হোসেন আমুর সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বিশেষ অতিথির বক্তব্য রাখেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদ, সমাজকল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি রাশেদ খান মেনন। আলোচনায় অংশ নেন সাবেকমন্ত্রী শেখ শহীদুল ইসলাম, অধ্যাপক ড. আনিসুজ্জামান ও মাহবুবুল হক।

আলোচনায় আরো অংশ নেন দুর্নীতি দমন কমিশনের সাবেক পরিচালক মোজাম্মেল হকখান, সাবেক কাষ্টমস কর্মকর্তা এম আর খান আদনান, ড. এ এফ এম মিজানুর রহমান, অধ্যাপক ইকবাল হোসেন রাজু প্রমুখ।

প্রধান আলোচক ছিলেন সাধনা সংসদের প্রতিষ্ঠাতা মহাসচিব অ্যাডভোকেট দেলওয়ার হোসেন ভূঁইয়া।

উল্লেখ্য, এম এ ওয়াজেদ মিয়া সাধনা সংসদের প্রতিষ্ঠাতা উপদেষ্টা ছিলেন।
অনুষ্ঠান শেষে প্রফেসর ড. কামাল উদ্দন আহমেদ ধন্যবাদ জ্ঞাপন করেন। সঞ্চালনা করেন অনুষ্ঠান বাস্তবায়ন কমিটির সদস্য সচিব শেখ মঞ্জুর বারী মঞ্জু ও আসলাম শিহির

পরে স্পিকার ইফতার মাহফিলে অংশ নেন। ইফতারে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি কামনা করে মোনাজাত করা হয়। প্রাণ গ্রুপের সৌজন্যে ইফতার সামগ্রী সরবরাহ করা হয়।

Bootstrap Image Preview