Bootstrap Image Preview
ঢাকা, ২৪ বুধবার, এপ্রিল ২০২৪ | ১০ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

'ধানের মূল্য ও পাটকল শ্রমিকদের আন্দোলন নিয়ে কোন কথা হয়নি'

অর্থনৈতিক প্রতিবেদক
প্রকাশিত: ২১ মে ২০১৯, ০৩:২২ PM
আপডেট: ২১ মে ২০১৯, ০৩:২২ PM

bdmorning Image Preview


চলতি মৌসুমে ধানের উৎপাদন ব্যয়ে ঘাটতি হওয়া পাকা ধানে আগুন, মই দিচ্ছে কৃষক। ধান চাষ করে খরচও তুলতে পারছে না। এই নিয়ে বেশ কয়েক সপ্তাহ ধরে দেশের নানাপ্রান্তে সড়কে ধান ফেলে আন্দোলন করছেন কৃষকসহ সাধারণ মানুষ।

আজ জাতীয় অর্থনীতি পরিষদের নির্বাহী কমিটির বৈঠকে কৃষকদের কাছ থেকে ন্যায্যমূল্যে ধান কেনার বিষয়ে কোন কথা হয়নি বলে জানিয়েছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান এমপি।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

পাটকল শ্রমিকদের আন্দোলনের বিষয়েও কোন কথা হয়নি বলে জানান মন্ত্রী।
বকেয়া বেতন-ভাতা প্রদানের দাবিতে খুলনাসহ দেশের বিভিন্নপ্রান্তে আন্দোলন করছে পাটকলশ্রমিকেরা।

অর্থের অভাবে পাটকল শ্রমিক ও কর্মচারীদের ৯ থেকে ১২ সপ্তাহের বেতন-ভাতা বকেয়া পড়েছে। বকেয়া বেতন-ভাতা পরিশোধের দাবিতে ৫ মে থেকে উৎপাদন বন্ধ রেখে আন্দোলন করে আসছেন খুলনা অঞ্চলের রাষ্ট্রায়ত্ত পাটকলের শ্রমিকেরা। পরে পাটকল শ্রমিক লীগ এবং সিবিএ ও সিবিএ–বহির্ভূত (নন-সিবিএ) নেতাদের আহ্বানে ১৩ মে থেকে সারাদেশে শুরু হয়েছে অনির্দিষ্টকালের ধর্মঘট। ঢাকার ছয়টি ও খুলনার নয়টি পাটকল এখনো বন্ধ।

Bootstrap Image Preview