Bootstrap Image Preview
ঢাকা, ১৮ বৃহস্পতিবার, এপ্রিল ২০২৪ | ৫ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ইনস্টাগ্রামে পণ্যের প্রচারণাকারীদের তথ্য ফাঁস

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২১ মে ২০১৯, ০২:৩৪ PM
আপডেট: ২১ মে ২০১৯, ০২:৩৪ PM

bdmorning Image Preview


ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সারদের গুরুপূর্ণ ব্যক্তিগত তথ্যের ডেটাবেজ ফাঁস হয়েছে অনলাইনে।

ডেটাবেইজে ইনস্টাগ্রামের ইনফ্লুয়েন্সার (পণ্যের প্রচারণাকারী), ফুড ব্লগার, সেলিব্রিটিদের ও ব্র্যান্ড অ্যাকাউন্টগুলোর ৪ কোটি ৯০ লাখ তথ্য রয়েছে। এসব তথ্যের মধ্যে আছে ইমেইল আইডি, ফোন নম্বর, প্রোফাইল পিকচার ও ফলোয়ারের সংখ্যা।

এছাড়াও, ডেটাবেইজে প্রত্যেকটি অ্যাকাউন্টের এনগেজমেন্ট, রিচ, ফলোয়ার সংখ্যা, লাইক, শেয়ার বিশ্লেষণ করে অ্যাকাউন্টের মূল্য নির্ধারণ করে দেওয়া হয়েছে। এর ভিত্তিতেই বিজ্ঞাপন পোস্ট করা কোন ইনফ্লুয়েন্সারকে কতো টাকা দেবে তা ঠিক করে থাকে ট্রুবক্স।

প্রথমে ভারতীয় নিরাপত্তা গবেষক অনুরাগ সেন ডেটাবেজটি খুঁজে বের করেন। এরপরে বিষয়টি তিনি সংবাদমাধ্যম টেকক্রাঞ্চকে জানান। অনুসন্ধান চালিয়ে টেকক্রাঞ্চ জানায়, ডেটাবেজটি মুম্বাইভিত্তিক সোশ্যাল মিডিয়া মার্কেটিং ফার্ম ট্রুবক্সের। কোম্পানিটি ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সারদেরকে স্পন্সরড কনটেন্ট পোস্ট করার জন্য টাকা দিয়ে থাকে।

এ বিষয়ে ইনস্টাগ্রাম জানিয়েছে, এই ডেটাগুলো কীভাবে আসলো এবং সেগুলো কীভাবে পাবলিক হলো তা জানতে ট্রুবক্সের সঙ্গে তারা যোগাযোগ করছে।

ক্লায়েন্ট হিসেবে ট্রুবক্সের ওয়েবসাইটে ১ লাখ ৮৪ হাজার ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সারের তথ্য সংরক্ষিত আছে।

Bootstrap Image Preview