Bootstrap Image Preview
ঢাকা, ১৮ বৃহস্পতিবার, এপ্রিল ২০২৪ | ৫ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

রাজধানীতে অজ্ঞান পার্টির ৫০ জন সদস্য গ্রেফতার

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২১ মে ২০১৯, ১১:৫৮ AM
আপডেট: ২১ মে ২০১৯, ১১:৫৮ AM

bdmorning Image Preview
প্রতীকী ছবি


ঈদকে সামনে রেখে রাজধানীর বিভিন্ন এলাকা আইনশৃঙ্খলা বাহিনীর বিশেষ অভিযানে পার্টির অন্তত ৫০ সদস্যকে গ্রেফতার। ঢাকার আদালত প্রত্যেককে কারাগারে পাঠানোর নির্দেশ।

নিউমার্কেট এলাকায় ৩৮ জন, ডেমরায় ৭ জন ও  শেরেবাংলা নগরের থেকে ৫ জনকে গ্রেফতার করা হয়।  এ সময় আসামিদের কাছ থেকে জব্দ করা হয় ২০৭ পিস চেতনানাশক বড়ি।

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ঢাকার আদালতকে প্রতিবেদন দিয়ে বলছে, গত ১৭ মে সন্ধ্যা সাড়ে সাতটার সময় নিউমার্কেটের তিন নম্বর গেটের পাশে অজ্ঞান পার্টির সদস্যরা অবস্থান নেন। পুলিশ সেখান থেকে ৩৮ জনকে গ্রেফতার করে। আসামিদের কাছ থেকে জব্দ করা হয় চেতনানাশক ট্যাবলেট।

আসামিরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেন, পানি, ডাব, চা, জুসসহ বিভিন্ন খাবারে এসব বড়ি মিশিয়ে তাঁরা সাধারণ মানুষদের সর্বস্ব কেড়ে নেন। গত ১১ মে শেরেবাংলা নগরের পঙ্গু হাসপাতালের সামনে অভিযান চালিয়ে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) পাঁচজনকে গ্রেফতার করে। আসামিদের কাছ থেকে চেতনানাশক বড়ি জব্দ করা হয়।

মামলায় এজাহার সূত্রে জানা যায়, পঙ্গু হাসপাতালের সামনে অজ্ঞান পার্টির সদস্যরা চেতনানাশক ট্যাবলেট নিয়ে অবস্থান করছিল। তখন সেখান থেকে অজ্ঞান পার্টির পাঁচজনকে গ্রেফতার করা হয়। তাঁদের কাছ থেকে চেতনানাশক ট্যাবলেট ও মলম জব্দ করা হয়। মামলার তদন্ত কর্মকর্তা শেরেবাংলা নগর থানার এসআই হাফিজুর রহমান আদালতকে প্রতিবেদন দিয়ে বলেন, এসব আসামি জামিনে মুক্তি পেলে পলাতক হবেন। গত ১১ মে ডেমরার রানীমহল সিনেমা হলের সামনের বাসস্ট্যান্ড থেকে অজ্ঞান পার্টির পাঁচ সদস্যকে গ্রেফতার করা হয়। আসামিদের কাছ থেকে ৪৩ পিস চেতনানাশক বড়ি জব্দ করা হয়।

বিজ্ঞ আদালতে পুলিশের প্রেরিত প্রতিবেদন সূত্রে জানা যায়, আসামিরা চা, জুস, ডাবের পানিতে চেতনানাশক ওষুধ মিশিয়ে সাধারণ মানুষদের সেবন করিয়ে সর্বস্ব কেড়ে নেয়।

নিউমার্কেটের ৩৮ জনঃ নিউমার্কেট এলাকা থেকে গ্রেফতার প্রাপ্তবয়স্ক ৩৪জন হলেন, আবদুস সালাম মীর, ফালান, মনির হোসেন, সাকিব হোসেন, ইকবাল হোসেন, আফজাল হোসেন আরিফ, মনির হোসেন, সানী, জুয়েল, মিজানুর রহমান, শামীম, বাদল দেওয়ান, সেলিম, আসিফুল মিন্টু, শাহ আলম, শাহীন, আবদুর রহমান, রকিব, সেন্টু মণ্ডল, রিপন শিকদার, হৃদয় মিয়া, মুন্না, সেন্টু মাঝি, আশরাফুল, রেজাউল, জাহাঙ্গীর হোসেন, রবিন আহম্মেদ, বাবু, মাসুদ আলম, সাইফুন, রাল ইসলাম, সুমজু, ফজলে রাব্বী ও সবুজ। আইনের সংস্পর্শে আসা চার শিশুকে টঙ্গীর কিশোর উন্নয়ন কেন্দ্রে পাঠানো হয়েছে।ডেমরায় ৭ জনঃ দেলোয়ার হোসেন, মোস্তফা মিয়া, আবুল হোসেন খান, শাহীন, মনির হোসেন, শাহ জাহান ও তাহের।শেরেবাংলা নগরের ৫ জনঃ পারভেজ, লিটন, সুজন, রনি ও শ্রাবণ।

Bootstrap Image Preview