Bootstrap Image Preview
ঢাকা, ২০ শনিবার, এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ঈদের পরই রূপপুর প্রকল্পের দুর্নীতির প্রতিবেদন দাখিলের নির্দেশ

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২১ মে ২০১৯, ১১:১৩ AM
আপডেট: ২১ মে ২০১৯, ১১:১৩ AM

bdmorning Image Preview


রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে আবাসন প্রকল্পে দুর্নীতির অভিযোগের বিচার বিভাগীয় তদন্ত চেয়ে করা রিট আবেদনের ওপর শুনানি মুলতবি করেছেন হাইকোর্ট। তবে ওই অভিযোগ তদন্তে গঠিত সরকারের দুটি তদন্ত কমিটির প্রতিবেদন হাইকোর্টে দাখিল করার নির্দেশ দেওয়া হয়েছে। ঈদের ছুটি শেষে আদালত খোলার এক সপ্তাহের মধ্যে এই প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।

বিচারপতি তারিক উল হাকিম ও বিচারপতি মো. সোহরাওয়ার্দীর হাইকোর্ট বেঞ্চ গতকাল সোমবার এ আদেশ দেন। সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমনের করা এক রিট আবেদনে এ আদেশ দেওয়া হয়। গতকাল আদালতে তিনি নিজেই শুনানি করেন। অন্যদিকে রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।

ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন রিট আবেদনের বক্তব্য উপস্থাপনের পর অ্যাটর্নি জেনারেলের বক্তব্য শোনেন আদালত। অ্যাটর্নি জেনারেল বলেন, পত্রিকায় প্রতিবেদন প্রকাশের পর মন্ত্রণালয় দুটি তদন্ত কমিটি গঠন করে। এই কমিটিকে সাত দিনের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে। এই প্রতিবেদন আসার পর আদালত সিদ্ধান্ত নিলে সেটাই যথাযথ হবে। এরপর আদালত আদেশ দেন।

গত ১৬ মে পত্রিকায় প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, প্রকল্পের কর্মকর্তা ও কর্মচারীদের থাকার জন্য গ্রিন সিটি আবাসন পল্লীতে ২০ তলা ১১টি ও ১৬ তলা আটটি ভবন হচ্ছে। এরই মধ্যে ২০ তলা আটটি ও ১৬ তলা একটি ভবন নির্মাণ সম্পন্ন হয়েছে। প্রতিটি ফ্ল্যাটের জন্য একটি বৈদ্যুতিক চুলার দাম ধরা হয়েছে সাত হাজার ৭৪৭ টাকা এবং তা ভবনে তুলতে খরচ ধরা হয়েছে ছয় হাজার ৬৫০ টাকা, একটি বালিশের দাম ধরা হয়েছে পাঁচ হাজার ৯৫৭ টাকা এবং তা ভবনে তুলতে খরচ ধরা হয়েছে ৭৩০ টাকা। একটি বৈদ্যুতিক কেটলির দাম পাঁচ হাজার ৩১৩ টাকা, যা তুলতে খরচ দেখানো হয়েছে দুই হাজার ৯৪৫ টাকা। একটি টিভির দাম ধরা হয়েছে ৮৬ হাজার ৯৭০ টাকা, যা ভবনে তুলতে খরচ দেখানো হয়েছে সাত হাজার ৬৩৮ টাকা, টিভি রাখার ক্যাবিনেটের দাম ধরা হয়েছে ৫২ হাজার ৩৭৮ টাকা। এভাবে বিভিন্ন পণ্য ক্রয় ও তা ভবনে তুলতে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির আশ্রয় নেওয়া হয়েছে বলে পত্রিকায় প্রকাশিত হয়েছে। প্রতিবেদনটি যুক্ত করে রিট আবেদন করেন ব্যারিস্টার সুমন।

পত্রিকায় প্রতিবেদন প্রকাশের পর গত রবিবার গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা ইফতেখার হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ’ শীর্ষক প্রকল্পের আওতায় ডেলিগেটেড ওয়ার্ক হিসেবে গণপূর্ত অধিদপ্তর নির্মাণাধীন ছয়টি ভবনে আসবাবপত্রসহ অন্য আনুষঙ্গিক কাজের জন্য দাপ্তরিক প্রাক্কলন প্রণয়নপূর্বক ছয়টি প্যাকেজে ই-জিপিতে দরপত্র আহ্বান করে। প্যাকেজগুলোর প্রতিটির ক্রয়মূল্য ৩০ কোটি টাকার নিম্নে প্রাক্কলন করায় গণপূর্ত অধিদপ্তর কর্তৃক অনুমোদন এবং ঠিকাদার নিয়োগ করা হয়। এ ক্ষেত্রে দাপ্তরিক প্রাক্কলন প্রণয়ন, অনুমোদন ও ঠিকাদার নিয়োগে মন্ত্রণালয়ের কোনো সংশ্লিষ্টতা নেই।

এতে বলা হয়, গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় থেকে একজন অতিরিক্ত সচিব এবং গণপূর্ত অধিদপ্তর থেকে একজন অতিরিক্ত প্রধান প্রকৌশলীর নেতৃত্বে আলাদা দুটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত কমিটির প্রতিবেদন না পাওয়া পর্যন্ত ঠিকাদারি প্রতিষ্ঠানের সব ধরনের পেমেন্ট বন্ধ রাখতে নির্দেশ দেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, আলোচ্য কাজের বিপরীতে এখনো ঠিকাদারি প্রতিষ্ঠানকে বিল পরিশোধ করা হয়নি। তদন্ত প্রতিবেদনের সুপারিশের আলোকে বাজারমূল্যের সঙ্গে সামঞ্জস্য রেখে বিল পরিশোধের বিষয়টি নিশ্চিত করা হবে।

Bootstrap Image Preview