Bootstrap Image Preview
ঢাকা, ২৮ বৃহস্পতিবার, মার্চ ২০২৪ | ১৪ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

দেশে ফিরেছেন ভূমধ্যসাগরে নৌকাডুবির ঘটনায় বেঁচে যাওয়া ১৫ বাংলাদেশি

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২১ মে ২০১৯, ০৯:৫১ AM
আপডেট: ২১ মে ২০১৯, ০৯:৫১ AM

bdmorning Image Preview


তিউনিসিয়ার উপকূলবর্তী ভূমধ্যসাগরে নৌকাডুবির ঘটনায় বেঁচে যাওয়া ১৫ বাংলাদেশি দেশে ফিরেছেন।

মঙ্গলবার (২১ মে) ভোরে তাদের বহন করা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

গত ৯ মে দিনগত গভীর রাতে লিবিয়া উপকূল থেকে ৭৫ জন অভিবাসীবাহী একটি নৌকা ইতালিতে পাড়ি জমায়। ভূমধ্যসাগরে গিয়ে নৌকাটি ডুবে গেলে প্রায় ৬০ জন অভিবাসী নিহত হন।

সাগরে ডুবে নিহতদের অধিকাংশই বাংলাদেশি নাগরিক বলে তখন জানায় তিউনিসিয়ার রেড ক্রিসেন্ট। তবে নিহত ২৭ বাংলাদেশির পরিচয় নিশ্চিত করে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি। বাকিরা নিখোঁজ। নিখোঁজদেরও পরিচয় পাওয়া গেছে। গভীর সাগরে বড় নৌকা থেকে অপেক্ষাকৃত ছোট একটি নৌকায় তোলা হলে কিছুক্ষণের মধ্যেই সেটি সাগরের ঢেউয়ের কারণে ডুবে যায়।

গত ১২ মে সকালে সাগর থেকে ভাসমান অবস্থায় ১৬ জনকে উদ্ধার করে জারযিজ শহরের তীরে নিয়ে আসেন তিউনিসিয়ার জেলেরা। এদের মধ্যে ১৫ জন বাংলাদেশি। উদ্ধার হওয়া অভিবাসীরা জানান, সাগরের ঠাণ্ডা পানিতে ঘণ্টার পর ঘণ্টা ভেসে বেঁচে ফিরলেন তারা।

Bootstrap Image Preview