Bootstrap Image Preview
ঢাকা, ১৯ মঙ্গলবার, মার্চ ২০২৪ | ৫ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

রাজধানীতে কৃষি ও খাদ্যমন্ত্রীর কুশপুত্তলিকা দাহ

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২০ মে ২০১৯, ০৯:৪৬ PM
আপডেট: ২০ মে ২০১৯, ০৯:৪৬ PM

bdmorning Image Preview


ধানের ন্যায্যমূল্য না পেয়ে চরম দুর্ভোগ পোহাচ্ছেন দেশের ধান উৎপাদনকারী কৃষক সমাজ। এদিকে সরকারের পক্ষ থেকেও বলে দেওয়া হয়েছে, ধানের দাম বাড়ানো সম্ভব হচ্ছে না। দেশে প্রয়োজনের চেয়ে বেশি ধান উৎপাদন হওয়ায় ধানের দাম কম। সরকারে পক্ষ থেকে কৃষকদের ন্যায্যমূল্য ব্যবস্থার 'বিপরীতে' কথা বলায় কৃষিমন্ত্রী ও খাদ্যমন্ত্রীকে কৃষকের শত্রু আখ্যায়িত করে এ দুই মন্ত্রীর কুশপুত্তলিকা দাহ করা হয়।

সোমবার (২০ মে) বিকেলে রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে তারা এই কুশপুত্তলিকা দাহ করে বাংলাদেশ ছাত্র ফেডারেশন। কুশপুত্তলিকা দাহ কর্মসূচিতে সভাপতিত্ব করেন ছাত্র ফেডারেশনের সভাপতি গোলাম মোস্তফা।

কর্মসূচি পরিচালনা করেন সাধারণ সম্পাদক জাহিদ সুজন। বক্তব্য রাখেন, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সাদিক রেজা, ঢাবি শাখার সভাপতি উম্মে হাবিবা বেনজির, ঢাকা মহানগর শাখার আহ্বায়ক সৈকত আরিফ, কেন্দ্রীয় সদস্য মির্জা ফখরুল ইসলামসহ নেতৃবৃন্দ।

কুশপুত্তলিকা দাহ পরবর্তী সংক্ষিপ্ত সমাবেশে ছাত্র ফেডারেশনের সভাপতি গোলাম মোস্তফা বলেন, ‘দুর্নীতিবাজ মন্ত্রী ও সরকারের দুর্নীতিপরায়ণ নীতির কারণেই কৃষকদের দুর্দশা বাড়ছে। কৃষকদেরকে চরম দুরাবস্থার মধ্যে ফেলে দিয়ে কৃষিমন্ত্রী দায়িত্বজ্ঞানহীন বক্তব্য দিচ্ছেন। আজকে কৃষকদের এই বিপর্যয়ের সমস্ত দায় সরকারের। শিল্প মালিকদেরকে সস্তায় শ্রমিক যোগান দেওয়ার জন্যই কৃষকের ফসলকে অলাভজনক রাখা হয়।’

তিনি আরো বলেন, ‘কৃষিকে লাভজনক করা ছাড়া শিল্পভিত্তি দাঁড়াবে না, বেকার সমস্যা সমাধানও সম্ভব হবে না। কৃষির লাভজনক রূপান্তরের মাধ্যমেই বাংলাদেশকে প্রকৃত উন্নতির পথে নিয়ে যাওয়া সম্ভব।’

বক্তারা বলেন, কৃষকদেরকে চরম দুরবস্থার মধ্যে ফেলে দিয়ে কৃষিমন্ত্রীর দায়িত্বজ্ঞানহীন বক্তব্য দিচ্ছেন। আজকে কৃষকদের এই বিপর্যয়ের সমস্ত দায় সরকারের। শিল্প মালিকদেরকে সস্তায় শ্রমিক যোগান দেয়ার জন্যই কৃষকের ফসলকে অলাভজনক রাখা হয়।

বক্তারা আরো বলেন, কৃষিকে লাভজনক করা ছাড়া শিল্পভিত্তি দাঁড়াবে না, বেকার সমস্যা সমাধানও সম্ভব হবে না। কৃষির লাভজনক রূপান্তরের মাধ্যমেই বাংলাদেশকে প্রকৃত উন্নতির পথে নিয়ে যাওয়া সম্ভব। ফলে কৃষি ও কৃষকদের বাঁচাতে সরাসরি কৃষকদের কাছ থেকে ধান কেনার কোনো বিকল্প নেই।

এসময় আরও উপস্থিত ছিলেন, গণসংহতি আন্দোলনের কেন্দ্রীয় সম্পাদকমণ্ডলীর সদস্য বাচ্চু ভূঁইয়া, ছাত্র ফেডারেশনের সাবেক সভাপতি সৈকত মল্লিক, বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক সংহতির কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মুছা কলিমুল্লাহ প্রমুখ।

Bootstrap Image Preview