Bootstrap Image Preview
ঢাকা, ২৪ বুধবার, এপ্রিল ২০২৪ | ১১ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

সকালে নিখোঁজ, বিকেলেই কুয়ার মধ্যে মিলল আশা'র লাশ

পিরোজপুর প্রতিনিধি
প্রকাশিত: ২০ মে ২০১৯, ০৯:১৭ PM
আপডেট: ২০ মে ২০১৯, ০৯:১৭ PM

bdmorning Image Preview
প্রতীকী


সাভারে নিখোঁজের ১১ ঘণ্টা পর পরিত্যক্ত একটি কুয়োর ভেতর থেকে আশা বেগম (২৪) নামের এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।

সোমবার (২০ মে) বিকাল সাড়ে চারটার দিকে সাভার সদর ইউনিয়নের উত্তর কলমা এলাকার বাড়ির পাশে পরিত্যক্ত ওই কুয়ার ভিতর থেকে লাশটি উদ্ধার করা হয়।

এলাকাবাসী জানায়, সকাল সাড়ে ছয়টায় ওই গৃহবধূ নিজ বাড়ি থেকে নিখোঁজ হন। পরে পরিবারের সদস্যরা অনেক স্থানে তাকে খোঁজাখুজি করেও না পেয়ে বিকালে বাড়ির পাশে একটি পরিত্যক্ত কুয়ার মধ্যে তার লাশ দেখতে পায়।

পরে সাভার ফায়ার সার্ভিসকে খবর দিলে বিকেল সাড়ে চারটার দিকে ওই পরিত্যক্ত কুয়োর ভিতর থেকে তার লাশ উদ্ধার করে। নিহত গৃহবধূর স্বামী মাসুদুর রহমান চট্টগ্রামে একটি কোম্পানিতে চাকরি করেন বলে জানা গেছে।

সাভার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এএফএম সায়েদ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এ ঘটনায় থানায় কেউ লিখিত অভিযোগ দায়ের করেনি। অভিযোগ পেলে তদন্তপূর্বক ব্যবস্থা নেওয়া হবে।

Bootstrap Image Preview