Bootstrap Image Preview
ঢাকা, ২৬ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ১২ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

তাজিকিস্তানের কারাগারে আইএস এর দাঙ্গায় নিহত ৩২

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২০ মে ২০১৯, ০৯:০৯ PM
আপডেট: ২০ মে ২০১৯, ০৯:০৯ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


তাজিকিস্তানের একটি কারাগারে দাঙ্গায় ৩২ জন নিহত হয়েছেন। এদের মধ্যে ইসলামিক স্টেটের ২৪ সৈন্য ও তিন রক্ষী রয়েছে।

সোমবার ( ২০ মে) দেশটির কর্তৃপক্ষ একথা জানিয়েছে।

বিচার মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, রাজধানী দুশানবের কাছে রবিবার সন্ধ্যায় দাঙ্গা শুরু হলে আইএস বন্দিদের হামলায় পাঁচ বন্দি ও তিন রক্ষী নিহত হয়। এরপরই দুটি গোষ্ঠীর মধ্যে মারামারি শুরু হয়। কয়েক ঘণ্টা পর ২৪ জন জঙ্গিকে হত্যা করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন জেলের অন্য নিরাপত্তারক্ষীরা।

জেল প্রশাসন সূত্রে জানা যায়, তাজিকিস্তানের স্পেশাল ফোর্সের প্রাক্তন কর্নেল গুলমুরাদ খালিমোভের ছেলে বেখরুজ গুলমুরাদ উসকানি দিয়েছিল। তারপরই গন্ডগোল শুরু হয়। গুলমুরাদ খালিমোভ ২০১৫ সালে স্পেশাল ফোর্সের চাকরি ছেড়ে আইএসে জঙ্গি সংগঠনে যোগ দেয়। তারপর সিরিয়ায় তাদের হয়ে যুদ্ধ করতে গিয়ে নিহত হয়।

প্রসঙ্গত, গত বছরের নভেম্বর মাসে তাজিকিস্তানের অন্য একটি জেলে প্রায় একইভাবে সংঘর্ষ লাগিয়েছিল আইএস জঙ্গিরা। তার আগে জুলাই মাসে তাজিকিস্তান বেড়াতে যাওয়া বিদেশি পর্যটকদের ওপর আত্মঘাতী হামলা চালায় তারা। এতে ৩ জন নিহত হয়।

গত মার্চে প্রায় চার বছর ধরে চলা রক্তক্ষয়ী যুদ্ধ শেষে পরাজিত হয় আইএস৷ এর ফলে পুরোপুরি বিধ্বস্ত হয় একসময়ে ইরাক ও সিরিয়ার বিস্তীর্ণ অঞ্চল জুড়ে গড়ে উঠা খিলাফতের সাম্রাজ্য৷

Bootstrap Image Preview