Bootstrap Image Preview
ঢাকা, ২৪ বুধবার, এপ্রিল ২০২৪ | ১১ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

সান্তাহারে ফের দ্রুতযান ট্রেন অবরোধ

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি
প্রকাশিত: ২০ মে ২০১৯, ০৭:১৬ PM
আপডেট: ২০ মে ২০১৯, ০৭:১৬ PM

bdmorning Image Preview


বগুড়ার আদমদীঘির সান্তাহার জংশন স্টেশনে পঞ্চগড় থেকে ঢাকাগামী নতুন আন্তঃনগর ট্রেনের যাত্রাবিরতির দাবিতে ৪ দিনের কর্মসূচির অংশ হিসেবে ফের দ্রুতযান আন্তঃনগর ট্রেন অবরোধ করা হয়েছে।

সোমবার (২০ মে) বেলা ১২টা ২০মিনিট থেকে ১২টা ৫৫ মিনিট পর্যন্ত ৩৫মিনিট আন্তঃনগর ট্রেন অবরোধ করা হয়।

অবরোধ কর্মসূচিতে বক্তব্য রাখেন, যাত্রাবিরতি বাস্তবায়ন কমিটির যুগ্ম-আহ্বায়ক ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক সাজেদুল ইসলাম চম্পা, উপজেলা যুবদলের সভাপতি মাহফুজুল হক টিকন, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নিসরুল হামিদ ফুতু, পৌরসভার প্যানেল মেয়র জার্জিস আলম রতন, সহকারি অধ্যপক মাসুদ রানা।

অন্যান্যদের উপস্থিত ছিলেন, উপজেলা যুবলীগের সভাপতি শাহিনুর রহমান মন্টি, সান্তাহার পৌর আওয়ামী লীগের সভাপতি আবুল কাশেম, সাবেক কাউন্সিলর আসলাম সিকদার, যুবদল নেতা স্বপন, শ্রমিকলীগ নেতা মুক্তারুজ্জামান মুক্তা, মাওলানা খাইরুল ইসলাম, তুহিন, টারজান, মেরাজুল প্রমুখ।

যাত্রাবিরতি বাস্তবায়ন কমিটির পক্ষ থেকে ঘোষণা করা হয়, মঙ্গলবার বিকেল ৫টার মধ্যে সংশ্লিষ্ট রেল কর্তৃপক্ষ আমাদের দাবি মেনে না নিলে আগামী ২২ তারিখ (বুধবার) থেকে সান্তাহার জংশন স্টেশনের উপর দিয়ে ট্রেন চলচলসহ সকল ট্রেনের টিকিট বিক্রি বন্ধ করে দেয়া হবে।

Bootstrap Image Preview