Bootstrap Image Preview
ঢাকা, ১৯ মঙ্গলবার, মার্চ ২০২৪ | ৫ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

পাচারকালে তিন রোহিঙ্গাসহ দালাল গ্রেফতার

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২০ মে ২০১৯, ০৬:১২ PM
আপডেট: ২০ মে ২০১৯, ০৬:১২ PM

bdmorning Image Preview
প্রতীকী ছবি


ভারতে পাচারের সময় একই পরিবারের তিন রোহিঙ্গা নাগরিকসহ পাচার চক্রের এক সদস্যকে গ্রেফতার করেছে চট্টগ্রাম রেলওয়ে থানা পুলিশ।

গ্রেফতারকৃত তিন রোহিঙ্গার নাম হচ্ছে,  আলী হোসেন, তার স্ত্রী সাহেরা খাতুন এবং মেয়ে সাবেকুন নাহার। পাচার চক্রের সদস্যের হচ্ছে আব্দুল মান্নান।

এবিষয়ে রেল পুলিশ সূত্রে জানায়, রবিবার রাতে চট্টগ্রাম রেল স্টেশন থেকে তাদের উদ্ধার করে চট্টগ্রাম রেলওয়ে থানা পুলিশ। উদ্ধার হওয়া তিন রোহিঙ্গা উখিয়া উপজেলার কুতপলাং রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা।

চট্টগ্রামের রেলওয়ে থানার ওসি মোস্তাফিজ ভূঁইয়া বলেন, গ্রেফতার হওয়া পাচার চক্রের সদস্য আব্দুল মান্নান সিলেটের বাসিন্দা। সে একটা সময় সীমান্ত দিয়ে অবৈধ গরু ব্যবসার সাথে জড়িত ছিল। বর্তমানে সে বাংলাদেশ- ভারত মানব পাচার সিন্ডিকেটের সদস্য হিসাবে কাজ করছেন।

তিনি আরো জানান, এবার এই রোহিঙ্গা পরিবারের সাথে তার চুক্তি হয়েছিল যে তাদের সে ভারতের মেঘালয়ে নিয়ে পৌঁছিয়ে দিবে। যার বিনিময়ে তাদের থাকে মোটা টাকাও নিয়েছিল বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে মান্না স্বীকার করেছে।

এসময় তাদের আটকের বিষয়ে ওসি আরও জানান, রবিবার রাতে পাহাড়িকা এক্সপ্রেসে করে তাদের সিলেট যাওয়ার জন্য রেলস্টেশন আসে। তাদের আচার আচরণ সন্দেহজনক মনে হওয়ায় আটক করা হয়।

এ ঘটনায় মানব পাচার আইনে মামলা দায়ের করা হয়েছে।

 

Bootstrap Image Preview