Bootstrap Image Preview
ঢাকা, ২৯ শুক্রবার, মার্চ ২০২৪ | ১৫ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

উত্তরায় ডিএমপি’র ভেজাল বিরুধি অভিযানে ২ লক্ষাধিক টাকা জরিমানা

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২০ মে ২০১৯, ০৫:২১ PM
আপডেট: ২০ মে ২০১৯, ০৫:২১ PM

bdmorning Image Preview
সংগৃহীত


পবিত্র রমজান মাসে খাদ্যদ্রব্যে ভেজাল ও পঁচা-বাসি, অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত প্রতিরোধে রাজধানী জুড়ে শুরু হয়েছে ডিএমপি’র ভ্রাম্যমান আদালত।

পবিত্র রমজান মাস জুড়ে চলমান ডিএমপি’র বিশেষ অভিযানের অংশ হিসেবে ২০ মে, ২০১৯ সোমবার দুপুরে ডিএমপি’র নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আব্দুল্লাহ আল মামুন এর নেতৃত্বে ডিবি ও ক্রাইম বিভাগের সমন্বয়ে রাজধানীর উত্তরা এলাকায় খাদ্যদ্রব্যে ভেজাল বিরোধী ভ্রাম্যমান আদালত পরিচালনা করে।

উক্ত ভ্রাম্যমান আদালত পঁচা-বাসি খাবার রাখা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুতের অভিযোগে উত্তরা ১ নম্বর সেক্টরের মোগল রেস্টুরেন্টকে ২ লক্ষ টাকা জরিমানা করে ।

উত্তরা ৩ নম্বর সেক্টরের ‘লা বামাবা’ রেস্টুরেন্টে অস্বাস্থ্যকর পরিবেশের দায়ে ৩০ হাজার টাকা ও অনুমোদনহীন লবণ ব্যবহার করার দায়ে একই এলাকার খাজানা রেস্টুরেন্টকে ২০ হাজার টাকা জরিমানা করে ডিএমপি’র ভ্রাম্যমান আদালত।

ঢাকা মেট্রোপলিটন পুলিশ’র এ ভেজাল বিরোধী অভিযান অব্যাহত থাকবে।

Bootstrap Image Preview