Bootstrap Image Preview
ঢাকা, ২৯ শুক্রবার, মার্চ ২০২৪ | ১৫ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

জয়ী হবেন নুসরাত-দেব-মিমি!

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২০ মে ২০১৯, ০৩:২৬ PM
আপডেট: ২০ মে ২০১৯, ০৩:২৯ PM

bdmorning Image Preview


চলছে ভারতের লোকসভা নির্বাচন। এই নির্বাচনে রাজনিতীবিদের পাশাপাশি অংশ নিয়েছেন সিনেমা জগতের অভিনয়শিল্পীরা। বিভিন্ন রাজ্যের মত পশ্চিমবঙ্গের তৃণমূল থেকেও এবার সিনেমা জগতের বেশ কয়েকজন নির্বাচনে প্রার্থী হয়েছেন। তাদের মধ্যে দেব-নুসরাত-মিমি আছেন।

লোকসভা নির্বাচনে ভোট প্রচারের শুরু থেকেই তৃণমূলের লক্ষ্য ছিল ৪২-এ ৪২। কিন্তু বুথ ফেরত সমীক্ষা সেই হিসেব উল্টে দিয়েছে অনেকটাই। মোটামুটি সার্বিকভাবে সব সমীক্ষাই বলছে পশ্চিমবঙ্গ রাজ্যে বিজেপির আসন ১০-এর বেশি। ইন্ডিয়া টুডে-র সমীক্ষায় বিজেপি ২৩ টি পর্যন্ত আসন পেতে পারে। সেখানে তৃণমূলের সর্বাধিক আসন হতে পারে ২২।

মোটামুটি সব সমীক্ষাই বলছে, শোবিজ তারকারা ঠিক জয় আনছে। চিত্রনায়ক দেব, চিত্রনায়িকা নুসরাত ও মিমি চক্রবর্তী বুথ ফেরত সমীক্ষায় সম্ভাব্য জয়ীর তালিকায় রয়েছেন।

এই তালিকায় রয়েছেন মুনমুন সেন ও শতাব্দী রায়ও। ঘাটাল থেকে দেব, যাদবপুর থেকে মিমি চক্রবর্তী ও বসিরহাট থেকে নুসরাত প্রতিদ্বন্দ্বিতা করছেন। যত সম্ভব বেশি আসন নিয়ে মহাজোটের পথে যাবে তৃণমূল, এমনটাই আশা।

রবিবার (১৯ মে) শেষ ধাপের নির্বাচনের দিন তারকাদের সরব উপস্থিতি ছিল। এদিন সকালেই অভিনেত্রী তথা তৃণমূল তারকা প্রার্থী নুসরাত জাহান ভোট দিয়েছেন দক্ষিণ কলকাতার একটি কেন্দ্রে। ভোট দিয়েছেন- দেব, রাজ চক্রবর্তী, জিৎ, সোহম, কোয়েল, রঞ্জিত মল্লিক, দেবশ্রী, শতাব্দী রায়, অরিন্দম শীল, ঋতাভরী চক্রবর্তী।

দুই মেয়ে রিয়া এবং রাইমাকে নিয়ে ভোট দিয়েছেন আসানসোলের তৃণমূল প্রার্থী মুনমুন সেনও। আগামী ২৩ মে নির্বাচনের চূড়ান্ত ফলাফল জানা যাবে।

Bootstrap Image Preview