Bootstrap Image Preview
ঢাকা, ২৮ বৃহস্পতিবার, মার্চ ২০২৪ | ১৪ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

কৃষক লীগের কাজ কি?

এম আরমান খান জয়
প্রকাশিত: ২০ মে ২০১৯, ০২:৪৪ PM
আপডেট: ২০ মে ২০১৯, ০২:৪৬ PM

bdmorning Image Preview


পণ্যের দাম যদি কারখানার মালিক নির্ধারণ করতে পারে, তাহলে ধানের দাম কেন কৃষক নির্ধারণ করতে পারবে না?

আমাদের ভুলে গেলে চলবে না যে এই কৃষকদের কল্যাণেই এবং বর্তমান সরকারের আন্তরিকতায় আমরা এখন আর খাদ্য ঘাটতির দেশের বাসিন্দা তো নই-ই, বরং তাদের শ্রম ও ঘামেই বাংলাদেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ দেশের সুনাম অর্জন করতে পেরেছে। কিন্তু কৃষকের কান্নায় দেশের এ অর্জন বিষাদের অন্ধকারে নিক্ষেপিত হচ্ছে।

যে কোনো মূল্যে কৃষকের স্বার্থ রক্ষা করতে না পারলে ক্রমাগতভাবে কৃষিখাতে যে ধস নেমে আসবে যা দেশের অর্থনীতিতে নেতিবাচক প্রভাব পড়বে। সরকার ২০২১ সালের মধ্যে বাংলাদেশকে একটি মধ্যম আয়ের দেশ হিসেবে গড়ে তোলার যে অভিপ্রায় ব্যক্ত করেছেন তা বাস্তবায়ন করতে গেলে অবশ্যই কৃষকের উন্নতি করতে হবে। কৃষিখাতকে বাদ দিয়ে বা কৃষকের স্বার্থকে উপেক্ষিত করে তা কোনো ক্রমেই সম্ভব নয়। শুধু কৃষি ভর্তুকি, সার, বীজ সরবরাহ করলেই হবে না একই সঙ্গে কৃষিপণ্য বিশেষ করে ধান চাষের সময়ে যেন কৃষক হাওরের অকাল বন্যা থেকে রক্ষা পায় তার ব্যবস্থা গ্রহণ করতে হবে।

আমাদের দুর্ভাগ্য যে কৃষকের স্বার্থ রক্ষায় কোনো কার্যকর সংগঠন নেই। যদিও মূল রাজনৈতিক সংগঠনগুলোর যেমন কৃষক লীগ, শ্রমিক লীগ, কৃষকদলসহ কিছু অঙ্গ বা সহযোগী সংগঠন রয়েছে। কৃষক, শ্রমিক, মেহনতি মানুষের নামে এ সমস্ত সংগঠন কৃষকের স্বার্থে কতটা অবদান রাখছে তা প্রশ্ন সাপেক্ষ।

কৃষিনির্ভর আমাদের অর্থনীতির প্রাণ দেশের কৃষক। আমাদের রাজনীতি যদি মানুষের কল্যাণের জন্য হয়ে থাকে, তাহলে তাদের বাঁচানোর উদ্যোগ রাজনীতিবিদদেরই নিতে হবে। সকলে একসাথে সমস্যা থেকে উদ্ধারের পথ খুঁজতে হবে। সরকারের কাছে আকুল আবেদন, কৃষকের কথা বিবেচনা করে শিগগিরই কার্যকরী পদক্ষেপ গ্রহণ করুন।

বর্তমানে কৃষকের যে ক্ষতি হয়েছে তা পূরণ করা কোনোভাবেই সম্ভব নয়। তবে আর যাতে ক্ষতি না হয় সেদিকে সবাইকে সমান দৃষ্টি দিতে হবে। বন্যা বা অন্য প্রাকৃতিক দুর্যোগ কালীন সময়ে কৃষকদের পুনর্বাসন কর্মসূচিসহ সহায়তার হাত বাড়িয়ে দিতে হবে। আর তাহলেই আমাদের বাংলাদেশের কৃষক বাঁচবে, আমাদের বাংলাদেশ দেশ বাঁচবে।

দেশের ২ সেক্টর দিয়ে অর্থনৈতিক চাকা সচল থাকে।
১/ প্রবাসীদের রেমিটেন্স।
২/ কৃষকের উৎপাদিত কৃষি দিয়ে।
অথচ এই ২টা সেক্টরকেই অবহেলা করে আসছে সব সরকার। বাঁচাও কৃষক, বাঁচবে দেশ।
লেখক: সাংবাদিক

Bootstrap Image Preview