Bootstrap Image Preview
ঢাকা, ২০ শনিবার, এপ্রিল ২০২৪ | ৭ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

পচা-বাসি খাবার রাখায় মিরপুরে তিন রেস্টুরেন্টকে জরিমানা

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২০ মে ২০১৯, ১১:৪২ AM
আপডেট: ২০ মে ২০১৯, ১১:৪২ AM

bdmorning Image Preview


মিরপুরের তিন রেস্টুরেন্টকে পচা-বাসি খাবার বিক্রি ও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত করায় জরিমানা করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ভ্রাম্যমাণ আদালত।

রবিবার দুপুরে মিরপুর-১ ও মিরপুর-২ এলাকায় অভিযানটি পরিচালনা করেন ডিএমপি’র নির্বাহী ম্যাজিস্ট্রেট আবদুল্লাহ আল মামুন।

ডিএমপি জানায়, ভ্রাম্যমাণ আদালত পচা-বাসি খাবার রাখা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরির অভিযোগে মিরপুর-১ এর প্রিন্স হোটেল অ্যান্ড রেস্টুরেন্টকে তিন লাখ টাকা জরিমানা করা হয়।

এছাড়াও মিরপুর-২ এর মায়ের দোয়া হোটেল অ্যান্ড রেস্টুরেন্টকে ৪০ হাজার টাকা ও পূর্ণিমা রেস্টুরেন্টকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট আবদুল্লাহ আল মামুন জানান, পবিত্র রমজান মাসজুড়ে চলমান ডিএমপি’র বিশেষ অভিযানের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়। ডিবি ও ক্রাইম বিভাগের সমন্বয়ে খাদ্যদ্রব্যে ভেজালবিরোধী অভিযানটি পরিচালনা করা হয়।

Bootstrap Image Preview