Bootstrap Image Preview
ঢাকা, ২০ শনিবার, এপ্রিল ২০২৪ | ৭ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ক্যারিবিয়ানদের বিশ্বকাপ দলে যুক্ত হলেন পোলার্ড-ব্রাভো

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২০ মে ২০১৯, ১১:১০ AM
আপডেট: ২০ মে ২০১৯, ১১:১০ AM

bdmorning Image Preview


আইপিএল খ্যাত কাইরন পোলার্ড ও ডোয়াইন ব্রাভোকে ২০১৯ বিশ্বকাপের রিজার্ভ ক্রিকেটারদের তালিকায় রাখল ওয়েস্ট ইন্ডিজ। ১০ জনের ওই তালিকায় জোনাথন কার্টার, কিমো পল, জন ক্যাম্ববেল, সুনীল আমব্রিসদের নামও অন্তর্ভূক্ত করেছে ক্যারিবিয়ান ক্রিকেট বোর্ড। অর্থাৎ ইংল্যান্ডে খেলার সময় ওয়েস্ট ইন্ডিজের প্রথম স্কোয়াডের কোনো খেলোয়াড় চোট পেলে বা অসুস্থ হয়ে পড়লে, তাঁর বদলে খেলার সুযোগ পাবেন ব্রাভো-পোলার্ডরা। 

দেশের জার্সি ও ঘরোয়া ক্রিকেটে উল্লেখযোগ্য সাফল্য না থাকায় কাইরন পোলার্ড ও ডোয়াইন ব্রাভোর মতো মহা-তারকাদের দেশের বিশ্বকাপগামী প্রাথমিক দলে রাখেনি ওয়েস্ট ইন্ডিয়ান ক্রিকেট বোর্ড। তবে আইপিএলেই ঘুড়ে দাঁড়ান অভিজ্ঞ পোলার্ড ও ব্রাভো। এরপরেই দুই অল-রাউন্ডারকে বিশ্বকাপের জন্য ওয়েস্ট ইন্ডিজের রিজার্ভ ক্রিকেটারদের তালিকায় রাখা হয়েছে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।

অন্যদিকে, আইপিএলে দিল্লি ক্যাপিটালসের জার্সিতে কামাল দেখানো মিডিয়াম ফাস্ট কিমো পল ওই তালিকায় জায়গা করে নিয়েছেন। সদ্য শেষ হওয়া ত্রিদেশীয় ক্রিকেট সিরিজে ধারাবাহিক পারফরমেন্সের সৌজন্যে সুনীল আমব্রিসের মতো তরুণ ব্যাটসম্য়ান ও রেমন রেইফারের মতো অল-রাউন্ডারদের হতাশ করেননি ওয়েস্ট ইন্ডিজের নির্বাচকরা।

ওয়েস্ট ইন্ডিজের রিজার্ভ ক্রিকেটার: ডোয়াইন ব্রাভো, কাইরন পোলার্ড, জোনাথন কার্টার, কিমো পল, জন ক্যাম্ববেল, সুনীল আমব্রিস, রেমন রেইফার, রস্টন ছেজ, শেন ডৌরিচ, খারি পিয়েররে।

Bootstrap Image Preview