Bootstrap Image Preview
ঢাকা, ২৯ শুক্রবার, মার্চ ২০২৪ | ১৫ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

হ্যান্ডকাপ নিয়েই আদালত থেকে পালালো আসামি, ৫ পুলিশ বরখাস্ত

রাজীবুল হাসান, ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি
প্রকাশিত: ১৯ মে ২০১৯, ০৮:১৬ PM
আপডেট: ১৯ মে ২০১৯, ০৮:১৬ PM

bdmorning Image Preview


কিশোরগঞ্জ জেলা আদালত প্রাঙ্গণ থেকে মাদক মামলার আসামি মোরশেদ হ্যান্ডকাপসহ পালিয়ে গেছে। এ ঘটনায় ভৈরব থানার ৫ পুলিশকে সাময়িক বরখাস্ত করা হয়।

রবিবার (১৯ মে) বিকালে আদালত প্রাঙ্গণে এ ঘটনাটি ঘটে।

সাময়িক বরখাস্ত ৫ পুলিশ হলেন, কনস্টেবল নাজিম উদ্দিন, কনস্টেবল ফয়সাল, কনস্টেবল শাহজাহান, কনস্টেবল মোমতাজ ও কনস্টেবল জয়নাল।

জানা গেছে, ভৈরব থানা থেকে দুপুর ১২টায় ৪ জন মাদক মামলার আসামিকে কিশোরগঞ্জ আদালতে চালান করা হয়। আসামিরা হলো আশরাফুল আলম বিজন (৪৪), মোরশেদ (২৭), হাবিবুল্লা (২৪) ও সাব্বির (২২)।

৪ আসামি নিয়ে ৫ জন কনেস্টবল দুপুর ২টায় কিশোরগঞ্জ আদালতে পৌঁছলে হঠাৎ হ্যান্ডকাপসহ মোরশেদ হ্যান্ডকাপসহ পালিয়ে যায়। ঘটনার খবর শুনে কিশোরগঞ্জ পুলিশ সুপার মাশরুকুর রহমান খালেদ ৫ কনেস্টেবলকে থানা থেকে সাময়িক বরখাস্ত করে।

ভৈরব থানার অফিসার ইনচার্জ মেঃ মোখলেছুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করেন।

Bootstrap Image Preview