Bootstrap Image Preview
ঢাকা, ২৯ শুক্রবার, মার্চ ২০২৪ | ১৫ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

স্বাস্থ্য থেকে তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৯ মে ২০১৯, ০৬:৩৩ PM
আপডেট: ১৯ মে ২০১৯, ০৬:৩৩ PM

bdmorning Image Preview


গঠনের চার মাসের মধ্যেই বড় পরিবর্তন আনা হলো সরকারের মন্ত্রিসভায়। স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসানকে তথ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী করা হয়েছে।

আজ রবিবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

এ বছরের ৭ জানুয়ারি গঠিত বর্তমান মন্ত্রিসভা গঠন হয়। তখন এর সদস্য সংখ্যা ছিল ৪৭ জন। এর মধ্যে ২৫ জন পূর্ণমন্ত্রী (প্রধানমন্ত্রীসহ), ১৯ জন প্রতিমন্ত্রী এবং তিনজন উপমন্ত্রী।

উল্লেখ্য, ৩০ ডিসেম্বর জাতীয় সংসদ নির্বাচনে ডা. মুরাদ হাসান জামালপুর-৪ আসন থেকে দুই লাখ ৫২ হাজার ৭৪৫ ভোটের মধ্যে দুই লাখ ১৭ হাজার ১৯৮ ভোট পেয়ে দ্বিতীয়বারের মতো এমপি নির্বাচিত হন।

এর আগের বার এমপি হয়ে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয় বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ছিলেন তিনি। ডা. মুরাদ হাসান বর্তমানে জেলা আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যাবিষয়ক সম্পাদক।

Bootstrap Image Preview