Bootstrap Image Preview
ঢাকা, ১৯ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ৫ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

তথ্যপ্রযুক্তি বিভাগের পূর্ণ দায়িত্বে পলক, ডাকে মোস্তফা জব্বার

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৯ মে ২০১৯, ০৬:৩২ PM
আপডেট: ১৯ মে ২০১৯, ০৬:৩২ PM

bdmorning Image Preview
সংগৃহীত


সরকার গঠনের তিন মাসের মধ্যেই মন্ত্রিসভা পুনর্বিন্যাস করা হয়েছে। চার মন্ত্রণালয়ে আনা হয়েছে পরিবর্তন। এর অংশ হিসেবে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের মন্ত্রী মোস্তাফা জব্বারকে তথ্যপ্রযুক্তি বিভাগ থেকে আলাদা করে একই মন্ত্রণালয়ের অধীন শুধুমাত্র ডাক ও টেলিযোগাযোগ বিভাগের মন্ত্রী করা হয়েছে। এ মন্ত্রণালয়ের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের দায়িত্ব দেয়া হয়েছে প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলককে।

রবিবার বিকেলে এ সংক্রান্ত নির্দেশনা দিয়ে মন্ত্রী পরিষদ বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

এর আগে, মোস্তাফা জব্বার ২০১৮ সালের ২ জানুয়ারি মন্ত্রী হিসেবে শপথবাক্য পাঠ করেন। এরপর দিনডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্ব লাভ করেন।

২০০৯ সালের জানুয়ারি থেকে সংসদ সদস্য পলক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করছেন ২০১৪ সাল থেকে।

প্রসঙ্গত, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিপুল বিজয়ের পর গত ৭ জানুয়ারি প্রধানমন্ত্রী হিসেবে টানা তৃতীয় মেয়াদে শপথ নেন শেখ হাসিনা। ২৪ জন মন্ত্রী, ১৯ জন প্রতিমন্ত্রী এবং তিনজন উপমন্ত্রীকে নিয়ে নতুন সরকারের মন্ত্রিসভা সাজান তিনি।

Bootstrap Image Preview