Bootstrap Image Preview
ঢাকা, ২৯ শুক্রবার, মার্চ ২০২৪ | ১৪ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

হামলার অভিযোগ অস্বীকার করলেন রাব্বানী

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৯ মে ২০১৯, ০৫:১৮ PM
আপডেট: ১৯ মে ২০১৯, ০৫:১৮ PM

bdmorning Image Preview


গত রাতে ছাত্রলীগের পদবঞ্চিতদের উপর হামলার কথা অস্বীকার করে ছাত্রলীগের সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী বলেন,তাদের উপর কোন হামলা করা হয়নি।

আজ রবিবার সাড়ে চারটার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

তিনি বলেন যারা আন্দোলন করছে তাদের অভিযোগগুলা শুনার জন্য তাদের সাথে আমরা আলোচনায় বসেছিলাম, তাদের অভিযোগের ব্যাপারে তাদের সাথে আলোচনা করেছি, তাদেরকে বুঝিয়েছি, তাদের উপর হামলা করা হয়নি।

নারী নেত্রীদের গায়ে হাত দেওয়ার অভিযোগ সম্পর্কে জানতে চাইলে অভিযোগ অস্বীকার করে রাব্বানী বলেন কোন নারী নেত্রীর গায়ে হাত তোলা হয়নি, হামলা করা হয়নি। যদি হামলার কোন প্রমাণ তারা দিতে পারে তাহলে আমরা ব্যাবস্থা নিবো বলেও জানান তিনি।

কমিটির যাদের ব্যাপারে অভিযোগ উঠেছে তাদের ব্যাপারে কি সিদ্ধান্ত নিবেন জানতে চাইলে রাব্বানী বলেন তাদের ব্যাপারে খোজ খবর নেওয়া হচ্ছে অভিযোগের সত্যতা পাওয়া গেলে আমরা আমাদের নেত্রীর সাথে আলোচনা করে ব্যবস্থা নিবো।

তিনি আরো বলেন, তারা যাদের বিরুদ্ধে অভিযোগ তুলছে তাদের বিরুদ্ধে এখনো কোন লিখিত প্রমাণ দিতে পারে নাই, তারা লিখিত প্রমাণ দিক আমরা ব্যবস্থা নিবো। যাদের বিরুদ্ধে অভিযোগ করেছে তাদের মধ্যে ৭ জন ইতোমধ্যে অভিযোগকারীদের বিরুদ্ধে মানহানীর মামলা করেছে বলেও জানান তিনি।

Bootstrap Image Preview