Bootstrap Image Preview
ঢাকা, ২৯ শুক্রবার, মার্চ ২০২৪ | ১৫ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

পরীক্ষায় কম নম্বর পাওয়ায় তিতুমীর কলেজ শিক্ষার্থীদের সড়ক অবরোধ

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৯ মে ২০১৯, ০৫:১১ PM
আপডেট: ১৯ মে ২০১৯, ০৫:১১ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


পরীক্ষায় কম নম্বর পাওয়ার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সরকারি তিতুমীর কলেজের ইংরেজি বিভাগের শিক্ষার্থীরা মহাখালীতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন। 

রবিবার (১৯ মে) সকাল ১১টা থেকে তিতুমীর কলেজের শিক্ষার্থীরা রাজধানীর মহাখালী এলাকায় প্রায় ৪৫ মিনিট সড়ক অবরোধ করে রাখেন ও বিক্ষোভ করেন।

জানা যায়, ইংরেজি বিভাগের ফল প্রকাশের পর প্রতিবাদে শুরুতে মহাখালী ফ্লাইওভারের নিচে এসে জড়ো হন বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। এ সময় মহাখালী থেকে গুলশান ও বনানীর দিকে যানচলাচল বন্ধ থাকে। পড়ে যান চলাচলের অসুবিধার কথা বিবেচনা করে শিক্ষার্থীরা কলেজ ক্যাম্পাসের সামনে অবস্থান নেন।

বিক্ষোভে অংশ নেওয়া শিক্ষার্থী শফিকুল ইসলাম শিশির বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় আমাদের সঙ্গে অন্যায় আচরণ করছে। এর আগে আমাদের এত ফল বিপর্যয় ছিল না। কিন্তু এখন এটি যেন নিয়ম হয়ে দাঁড়িয়েছে। ঢাবি শিক্ষকরা আমাদেরকে বঞ্চিত করছেন। এটা অন্যায়।

শিক্ষার্থীরা জানান, ২০১৪-১৫ শিক্ষাবর্ষের ২৯০ জন তৃতীয় বর্ষের পরীক্ষা দিয়েছিলেন, তাদের মধ্যে মাত্র ২৫ জন সব বিষয়ে পাস করেছেন। আর একাধিক একাধিক বিষয়ে অকৃতকার্য হয়েও চতুর্থ বর্ষে উত্তীর্ণ হয়েছেন সর্বমোট দেড়শ শিক্ষার্থী। বাকি ১৪০ জনই তৃতীয় বর্ষে রয়ে গেছেন।

শিক্ষার্থীরা আরও বলেন, তারা এই ‘অস্বাভাবিক’ ফল নিয়ে কলেজ কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে সমাধান পাওয়ার চেষ্টা করেছেন। কিন্তু কলেজ কর্তৃপক্ষ কোনো সমাধান দিতে না পারায় তারা রাস্তায় নামতে বাধ্য হয়েছেন।

Bootstrap Image Preview