Bootstrap Image Preview
ঢাকা, ২৯ শুক্রবার, মার্চ ২০২৪ | ১৫ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

বজ্রপাতে নিহত মা-ছেলের পরিবারের পাশে প্রশাসন

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৯ মে ২০১৯, ০৫:০২ PM
আপডেট: ১৯ মে ২০১৯, ০৫:০২ PM

bdmorning Image Preview


খাগড়াছড়ির মাটিরাঙ্গার বর্ণাল ইউনিয়নের মাষ্টারপাড়ায় সম্প্রতি বজ্রপাতে নিহত মা ও ছেলের পরিবারের পাশে দাঁড়িয়েছে মাটিরাঙ্গা উপজেলা প্রশাসন। নিহতের ১২ ঘণ্টা না পেরুতেই খাগড়াছড়ি জেলা প্রশাসকের পক্ষে আর্থিক সহায়তা প্রদান করা হয়।

রবিবার (১৯ মে) দুপুরের দিকে খাগড়াছড়ি জেলা প্রশাসকের পক্ষে মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার বিভীষণ কান্তি দাশ মাটিরাঙ্গা হাসপাতাল কমপ্লেক্সে গিয়ে নিহত আয়েশা খাতুনের স্বামী মো. আব্দুল খালেকের হাতে অনুদানের চল্লিশ হাজার টাকা প্রদান করেন। পরে তিনি হাসপাতালে চিকিৎসাধীন বজ্রপাতে আহতদের দেখতে যান এবং তাদের চিকিৎসার খোঁজ-খবর নেন।

এ সময় অন্যান্যের মধ্যে মাটিরাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শামছুদ্দিন ভুইয়া, মাটিরাঙ্গা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. খায়রুল আলম, মাটিরাঙ্গা উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান হাসিনা বেগম, বড়নাল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. আলী আকবর ও তাইন্দং ইউপি চেয়ারম্যান হুমায়ুন কবীর বড়নার ইউনিয়ন পরিষদের সদস্য আ. জলিলসহ স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

এর আগে আজ রবিবার সকালে আকস্মিক বজ্রপাতে আয়েশা খাতুন ও আব্দুল মমিন নামে মা-ছেলে নিহত হয়। এ ঘটনায় একই পরিবারের আরো দুইজন সহ বেলছড়ি ইউনিয়নের অপর একজন আহত হয়।

Bootstrap Image Preview