Bootstrap Image Preview
ঢাকা, ২৯ শুক্রবার, মার্চ ২০২৪ | ১৫ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

‘দুর্নীতি বন্ধ হবে না, এটা বন্ধ করা সম্ভবও না’

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৯ মে ২০১৯, ০৪:৫০ PM
আপডেট: ১৯ মে ২০১৯, ০৪:৫০ PM

bdmorning Image Preview


দুর্নীতি বন্ধ হবে না। এটা সম্ভবও না। তবে সবাই আন্তরিক হলে দুর্নীতি কমিয়ে আনা সম্ভব বলে মন্তব্য করেছেন দুদক চেয়ারম্যান ইকবাল মাহমুদ।

রোববার (১৯ মে) চাঁদপুর জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা পর্যায়ের সরকারি কর্মকর্তা, সাংবাদিকদের সাথে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক এক মতবিনিময় সভায় এ কথা বলেন তিনি।

দুদক চেয়ারম্যান বলেন, আমরা সবাই জানি। অর্থনৈতিকভাবে দেশ এগিয়ে যাচ্ছে। অর্থনীতি যত এগিয়ে যাবে, দুর্নীতিও তার পিছু নিবে। কারণ দুর্নীতি হচ্ছে উন্নয়নের ভাই-বোন। এটা হচ্ছে পুঁজিবাদী ব্যবস্থার সংজ্ঞা।

তিনি বলেন, পুলিশ অনেক সময় আসামি ধরতে মানুষের বাড়িতে যান। কিন্তু আমরা কি ওই পুলিশ হতে পারি না। যারা বাড়িতে গিয়ে মানুষের খোঁজ খবর নিব। আমাদের অনেক উন্নয়ন হয়েছে। কিন্তু কতটা টেকসই হয়েছে, তা কি বলতে পারি। যতটা উন্নয়ন হয়েছে, সেটা ধরের রাখাই বড় উন্নয়ন।

জেলা প্রশাসক মো. মাজেদুর রহমান খানের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন দুর্নীতি দমন কমিশনের মহাপরিচালক সরোয়ার মাহমুদ।

অতিরিক্ত পুলিশ সুপার মো. মিজানুর রহমান, সাংবাদিক গোলাম কিবরিয়া জীবন, ইকবাল হোসেন পাটওয়ারী, বিএম হান্নান, আলম পলাশ বক্তব্য রাখেন।

Bootstrap Image Preview