Bootstrap Image Preview
ঢাকা, ২১ শনিবার, সেপ্টেম্বার ২০১৯ | ৫ আশ্বিন ১৪২৬ | ঢাকা, ২৫ °সে

ঈদে নতুন বেশে কাঙ্গালিনী সুফিয়া

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৯ মে ২০১৯, ০৪:১৬ PM
আপডেট: ১৯ মে ২০১৯, ০৪:১৮ PM

bdmorning Image Preview
ছবিঃ আবু সুফিয়ান জুয়েল


আসন্ন ঈদে নতুন চমক নিয়ে আসছেন কাঙ্গালিনী সুফিয়া। দীর্ঘদিন পর নতুন গানে কণ্ঠ দিলেন লোকগানের খ্যাতনামা এই শিল্পী। একই গানে তার সঙ্গে সুর মিলিয়েছেন এ প্রজন্মের জনপ্রিয় দুই কন্ঠশিল্পী কনা ও মার্সেল।

‘আহা রে কী দিন আইল এই দুনিয়ায়/ এক তুড়িতে প্রেম–পিরিতি ভাঙিয়া যায়/ আমাগো দিনে প্রেম আছিল গোপন বিষয়...’ এমনই কথায় ইতিমধ্যে গানটিতে তিন শিল্পীই কণ্ঠ দিয়েছেন। ‘প্রেমিক বাঙাল’ শিরোনামের গানটি লিখেছেন সোমেশ্বর অলি। সুর ও সংগীত করেছেন শাহরিয়ার মার্সেল।

এদিকে সময়ের চাহিদানুযায়ী গানটির মিউজিক ভিডিও প্রকাশ করবে প্রযোজনা প্রতিষ্ঠান সিএমভি। এরই মধ্যে রাজু রাজের পরিচালনায় গানটির ভিডিও তৈরি হয়েছে।

কাঙ্গালিনী সুফিয়া বলেন, ‘আমারে নতুন রূপে দেখা যাবে এ ভিডিওতে। শুটিং করতে মজাই লাগসে।’

গানটি প্রসঙ্গে কনা বলেন, ‘কাঙ্গালিনী সুফিয়া একজন বিখ্যাত লোকশিল্পী। তাঁর সঙ্গে গান করতে পেরে নিজের মধ্যে একটা ভালো লাগা কাজ করছে। গানটির মধ্যে তথ্য আছে। দুই প্রজন্মকে এক করে গানটি তৈরি করা হয়েছে। গানটি এ সময়ের নতুন প্রজন্মকে একটা মেসেজ দেবে।’

অন্যদিকে মার্সেল বলেন, ‘হুট করে নয় বরং দীর্ঘদিন ভেবে-চিন্তে গানটি বানিয়েছি। এই গানের মাধ্যমে কাঙ্গালিনী সুফিয়াকে নতুন করে এ প্রজন্মের কাছে তুলে ধরতে চেয়েছি। এতটুকু বলতে পারি, ভিডিওতে সবাই নতুন এক কাঙ্গালিনী সুফিয়াকে দেখতে পাবেন।’

উল্লেখ্য, পবিত্র ঈদুল ফিতরে সিএমভির ইউটিউব চ্যানেলে প্রকাশ পাবে ‘প্রেমিক বাঙাল’  গানটির মিউজিক ভিডিও। পাশাপাশি দেশের বিভিন্ন অডিও ও ভিডিও সাইটে প্রকাশিত হবে গানটি।

Bootstrap Image Preview