Bootstrap Image Preview
ঢাকা, ২৫ বৃহস্পতিবার, এপ্রিল ২০২৪ | ১২ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

প্রতিরোধ শক্তি এখন আমেরিকার আতঙ্ক: আইআরজিসি প্রধান

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৯ মে ২০১৯, ০৩:৪৬ PM
আপডেট: ১৯ মে ২০১৯, ০৩:৪৬ PM

bdmorning Image Preview
প্রতীকী ছবি


ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি'র প্রধান মেজর জেনারেল হোসেইন সালামি বলেছেন, প্রতিরোধ সংগঠনগুলো এখন আমেরিকার আতঙ্ক। আজ (রবিবার) আইআরজিসি'র উপপ্রধান ও প্রধান সমন্বয়কারী হিসেবে সদ্য নিয়োগপ্রাপ্তদের পরিচিতিমূলক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

সালামি বলেন, সম্প্রতি গাজা থেকে প্রতিরোধকামীরা ইসরাইলে ছয়শ'রও বেশি ক্ষেপণাস্ত্র ছুড়েছে। তারা ইসরাইলি অপরাধযজ্ঞের দাঁতভাঙা জবাব দিয়েছে। তাদের এই ক্ষেপণাস্ত্র শক্তির কারণে ইহুদিবাদীরা পিছুহটতে বাধ্য হয়েছে। আইআরজিসি'র প্রধান বলেন, আমেরিকা ও ইহুদিবাদী ইসরাইল পতনের দিকে এগুচ্ছে। বাহ্যিকভাবে আমেরিকাকে অনকে শক্তিশালী ও বিশাল মনে হলেও ভেতরটা শূন্য।

মেজর জেনারেল সালামি আরও বলেন, ইরানের ইসলামি বিপ্লব ৪০ বছর পূর্ণ করে সবচেয়ে সৌন্দর্য্যমন্ডিত অবস্থানে পৌঁছেছে এবং শত্রুর যেকোনো হুমকি মোকাবেলার জন্য পূর্ণ প্রস্তুতি গ্রহণ করেছে।

গত ১৬ মে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী আইআরজিসি'র উপপ্রধান হিসেবে ব্রিগেডিয়ার জেনারেল আলী ফাদাভি ও প্রধান সমন্বয়কারী হিসেবে ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মাদ রেজা নাকদি-কে নিয়োগ দিয়েছেন।

Bootstrap Image Preview