Bootstrap Image Preview
ঢাকা, ২০ শনিবার, এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

খাগড়াছড়িতে বজ্রপাতে মা-ছেলে নিহত, আহত ৩

আবুল হাসেম, মাটিরাঙ্গা (খাগড়াছড়ি) প্রতিনিধিঃ
প্রকাশিত: ১৯ মে ২০১৯, ১২:৫০ PM
আপডেট: ১৯ মে ২০১৯, ১২:৫০ PM

bdmorning Image Preview


খাগড়াছড়ির মাটিরাঙ্গায় বজ্রপাতের কারণে আয়েশা খাতুন (৫৫) ও মোঃ আব্দুল মমিন (২২) নামে মা-ছেলে নিহত হয়। এসময় একই পরিবারের আরো দুই জন আহত হন।

রবিবার (১৯ মে) ভোর ৪টার দিকে উপজেলার দুর্গম এলাকা বড়নাল ইউনিয়নের করিম মাষ্টারপাড়ায় বজ্রপাতের ঘটনা ঘটে।

এই ঘটনায় আহতরা হলেন- নিহত আয়েশা খাতুনের মেয়ে আলেয়া বেগম (৩০) ও তাঁর ছেলে মোঃ আরাফাত হোসেন (৮)। আহতরা মাটিরাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

স্থানীয় ইউনিয়ন পরিষদ সদস্য মোঃ আব্দুল জলিল জানান, ভোরে যখন পরিবারের সকলে সেহরীর জন্য তৈরি হচ্ছিলো ঠিক তখনই আকস্মিক বজ্রপাতের ফলে মোঃ আব্দুল খালেকের স্ত্রী ও ছেলে নিহত হন। সে সময়ে ঘরে অবস্থান করা অপর দুই সদস্য আহত হন।

অপরদিকে, একই উপজেলার বেলছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ নজরুল ইসলাম জানান, একই সময়ে ইউনিয়নের খেদাছড়া এলাকার রাজিয়া খাতুন (৫৫) নামক এক গৃহিনীও আহত হয়েছেন। সে সময়ে তাদের গৃহপালিত একটি গরুও মারা গেছে।

মাটিরাঙ্গা থানা পুলিশের ইনচার্জ মোঃ শামসুদ্দিন ভূঁইয়া বজ্রপাতের ফলে নিহতের বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।

 

Bootstrap Image Preview