Bootstrap Image Preview
ঢাকা, ২০ শনিবার, এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

রীতিভেঙ্গে বিদেশি ফ্রাঞ্চাইজি লিগে খেলবেন ইরফান!

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৯ মে ২০১৯, ০৯:৪৩ AM
আপডেট: ১৯ মে ২০১৯, ০৯:৪৩ AM

bdmorning Image Preview


রীতি ভেঙ্গে প্রথমবারের মতো বিদেশি ফ্রাঞ্চাইজি ভিত্তিক লিগে খেলতে যাচ্ছেন ভারতীয় ক্রিকেটার ইরফান পাঠান। চলতি বছর ৪ সেপ্টেম্বর থেকে শুরু হয়ে ১২ অক্টোবর পর্যন্ত চলবে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ। এই লিগের প্লেয়ার ড্রাফটে নাম রয়েছে ভারতের এক সময়ের সফল এই অলরাউন্ডারের। 

চলতি মাসের ২২ মে অনুষ্ঠিত হবে সিপিএল সপ্তম আসরের প্লেয়ারদের নিলাম প্রকিয়া। সিপিএলে পাঠান দল পেলে বিদেশি টি-টোয়েন্টি ফ্রাঞ্চাইজি লিগে খেলা প্রথম ভারতীয় ক্রিকেটার হবেন তিনি।

সিপিএলের সরকারি ওয়েবসাইট অনুযায়ী, আসন্ন মৌসুমে জন্য বিশ্বের মোট ২০টি দেশের ৫৩৬ জন ক্রিকেটারের নাম ড্রাফ্টের তালিকাভুক্ত হয়েছে। সিপিএল টুর্নামেন্টের অপারেশনস ডিরেক্টর মাইকেল হল বলেন, 'আশা করছি, এবার ক্যারিবিয়ান লিগ একটু অন্যরকম হবে।'

ইরফানের পাশাপাশি এবারের ড্রাফ্টে নাম রয়েছে অ্যালেক্স হেলস, রশিদ খান, সাকিব আল হাসান, জেপি ডুমিনির মতো বিদেশি তারকাদেরও। আর ক্যারিবিয়ান ক্রিকেটারদের মধ্যে রয়েছেন আন্দ্রে রাসেল, সুনীল নারিন, শাই হোপ, সিমরন হেটমেয়াররা। 

লিগের নিয়ম অনুযায়ী, প্রতিটি দলে ওয়েস্ট ইন্ডিজের কমপক্ষে তিনজন এবং সর্বোচ্চ চারজন ক্রিকেটারকে রেখে দেওয়া যেতে পারে। চারজনকে রেখে দেওয়া হলে বিদেশি প্লেয়ার রাখা যাবে না। তিনজন থাকলে একজন বিদেশি তারকা রাখা যেতে পারে। একজন মার্কি প্লেয়ারকে কিনতে বা রেখে দিতে পারে ফ্র্যাঞ্চাইজি। গত সিপিএলে চ্যাম্পিয়ন হয়েছিল ত্রিনবাগো নাইট রাইডার্স। এবার দেখার ইরফানের গায়ে কোনও দলের জার্সি ওঠে কি না।

Bootstrap Image Preview