Bootstrap Image Preview
ঢাকা, ১৯ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

অপহরণের ১২ দিন পর কিশোরী উদ্ধার, গ্রেফতার ১

জাহিদ রিপন, পটুয়াখালী প্রতিনিধিঃ
প্রকাশিত: ১৮ মে ২০১৯, ১০:১৮ PM
আপডেট: ১৮ মে ২০১৯, ১০:১৯ PM

bdmorning Image Preview


পটুয়াখালীর আমখোলা গ্রামের এক কিশোরীকে অপহরণের ১২ দিন পর চট্টগ্রাম থেকে উদ্ধার করেছে পুলিশ। সে সময় ঘটনাস্থল থেকে অপহরণকারী চক্রের এক সদস্যকেও গ্রেফতার করা হয়।

গত শুক্রবার (১৭ মে) রাতে পুলিশ চট্টগ্রামে অভিযান চালিয়ে অপহৃত কিশোরীকে উদ্ধার করে।

এসময় ঘটনাস্থল থেকে হারুন-অর-রশিদ নামক অপহরণচক্রের এক সদস্যকেও গ্রেফতার করে শনিবার (১৮ মে) সকালে থানায় নিয়ে আসে। তবে মূল আসামিকে এখনো গ্রেফতার করতে পারেনি পুলিশ।

এ ঘটনায় অপহৃত কিশোরীর বাবা অভিযোগ করে বলেন, তাঁর মেয়ে (১৬) এবার এসএসসি পাশ করেছে। ৫ মে সন্ধ্যায় তাঁর মেয়ে এক আত্মীয়ের বাড়ি যাওয়ার সময় অপহরণকারীরা রাস্তা থেকে তাঁর মেয়েকে অপহরণ করে।

পরবর্তীতে দায়ের করা মামলায় আমখোলা ইউনিয়নের দড়ি বাহেরচর গ্রামের মৃত রাজ্জাক মৃধার ছেলে তরিকুল ইসলাম তারেক মৃধা, তার ভাই শাহিন মৃধা, ভাংরা গ্রামের রুহুল আমিন সিকদারের ছেলে আল আমিন সিকদার, আলগী তাফালবাড়িয়া গ্রামের সত্তার মাস্টারের ছেলে হারুন-অর-রশিদ ও রাজ্জাক মৃধার ছেলে লাভলু মৃধাকে আসামি করা হয়।

প্রসঙ্গগত, শীর্ষ অপহরণকারী তরিকুল ইসলাম তারেক মৃধা (২২) দীর্ঘদিন ধরে ওই কিশোরীকে প্রেমের প্রস্তাব দিয়ে আসছিল। কিন্তু বারবার প্রেমের প্রস্তাব ফিরিয়ে দেয়ায় ক্ষিপ্ত হয়ে যায় আসামিরা।

এরই প্রেক্ষিতে গত ৫ মে সন্ধ্যায় এক আত্মীয়ের বাড়িতে যাওয়ার সময় রাস্তা থেকে মোটরসাইকেলযোগে তাকে অপহরণ করে আসামিরা। সে সময় অপহৃত কিশোরী চিৎকার করার চেষ্টা করলে তাঁর মুখে কাপড় গুঁজে দেয়া হয়।

এ বিষয়ে গলাচিপা থানার অফিসার ইনচার্জ আখতার মোর্শেদ জানান, অপহৃতার বয়স নির্ধারণ ও ধর্ষিতা হয়েছে কি না, তা পরীক্ষার জন্য আগামিকাল রবিবার (১৯ মে) চিকিৎসক বোর্ডের কাছে পাঠানো হবে। এছাড়া ফৌজদারী কার্যবিধির ২২ ধারায় কিশোরীর জবাবনবন্দী গ্রহণের উদ্যোগ নেয়া হয়েছে। 

এছাড়াও, প্রধান আসামি সরকারি চাকরিরত থাকায় তাকে গ্রেফতারের জন্য যথাযথ কর্তৃপক্ষের কাছে আবেদন করা হবে বলেও জানান তিনি। 

অপরদিকে, একই ইউনিয়নের ছৈলাবুনিয়া গ্রাম থেকে গত ২২ মার্চ সপ্তম শ্রেণীর অন্য এক ছাত্রী অপহৃত হলেও  পুলিশ এখন পর্যন্ত ওই কিশোরীকে উদ্ধার করতে পারেনি। 

Bootstrap Image Preview