Bootstrap Image Preview
ঢাকা, ২০ শনিবার, এপ্রিল ২০২৪ | ৭ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

গাইবান্ধায় রাস্তায় ধান ফেলে কৃষকদের অবস্থান কর্মসূচি ​​​​​​​

ফরহাদ আকন্দ, গাইবান্ধা প্রতিনিধিঃ
প্রকাশিত: ১৮ মে ২০১৯, ০৮:২৭ PM
আপডেট: ১৮ মে ২০১৯, ০৮:২৭ PM

bdmorning Image Preview


গাইবান্ধায় ইউনিয়ন পর্যায়ে ধান ক্রয়কেন্দ্র খুলে লাভজনক দামে কৃষকের কাছ থেকে ধান ক্রয়ের দাবিতে রাস্তায় ধানের বস্তা ফেলে অবস্থান কর্মসূচি পালন করেছে দুই শতাধিক কৃষক ও সাধারণ জনতা।

শনিবার (১৮ মে) দুপুরে গাইবান্ধা সদর উপজেলার দারিয়াপুরে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) গাইবান্ধা সদর উপজেলা ও অঞ্চল কমিটির উদ্যোগে এই কর্মসূচি পালন করা হয়।  

সিপিবি সদর উপজেলা কমিটির সভাপতি ছাদেকুল মাস্টারের সভাপতিত্বে অবস্থান কর্মসূচি চলাকালে বক্তব্য রাখেন-  জেলা কমিউনিস্ট পার্টার সভাপতি ও কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য মিহির ঘোষ, জেলা সিপিবি'র সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মুকুল, জেলা সিপিবি'র সহ সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মুরাদ জামান রব্বানী, জেলা সম্পাদকমন্ডলীর সদস্য মাহমুদুল গণি রিজন, প্রভাষক তপন কুমার বর্মণ, কৃষকনেতা সন্তোষ বর্মণ, দারিয়াপুর অঞ্চল কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, শিক্ষক নেতা নিহার রঞ্জন রায় সুজন, কৃষক নেতা জাহাঙ্গীর মন্ডল প্রমুখ। 

মানববন্ধনে বক্তারা বলেন, কৃষক মাথার ঘাম পায়ে ফেলে যে ধান উৎপাদন সেই ধান বিক্রি করে উৎপাদন খরচও ওঠে না। ১ মণ ধানের দামে ১ কেজি গরুর মাংসও পাওয়া যায় না। সরকারের দেয়া রেটে কৃষক সরকারি গুদামে ধান দিতে পারে না। শাসক দলের নেতাদের কাছে ধানের স্লিপ দেয়া হয়।

এসময় তারা অবিলম্বে ইউনিয়ন পর্যায়ে হাটে হাটে ক্রয়কেন্দ্র খুলে সরাসরি কৃষকের নিকট থেকে ধান ক্রয় করার জন্য কর্তৃপক্ষের কাছে দাবি জানান।    
 

Bootstrap Image Preview