Bootstrap Image Preview
ঢাকা, ২৩ মঙ্গলবার, এপ্রিল ২০২৪ | ১০ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

নাইজেরিয়ায় জাকজাকির মুক্তির দাবিতে মিছিলে সেনাবাহিনীর গুলিবর্ষণ

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৮ মে ২০১৯, ০৭:১৪ PM
আপডেট: ১৮ মে ২০১৯, ০৮:০৪ PM

bdmorning Image Preview
সংগৃহীত


নাইজেরিয়ার প্রখ্যাত মুসলিম নেতা শেইখ ইব্রাহিম জাকজাকির মুক্তির দাবিতে অনুষ্ঠিত প্রতিবাদ-বিক্ষোভ মিছিলে দেশটির সেনাবাহিনী সরাসরি গুলি চালিয়েছে।

গতকাল শুক্রবার রাতে অনুষ্ঠিত বিক্ষোভ মিছিলে সেনাবাহিনী গুলি চালালে বহু ব্যক্তি আহত হয় বলে সংবাদ মাধ্যমে খবর এসেছে।

বিক্ষোভকারীরা নাইজেরিয়া ইসলামি আন্দোলন বা আইএমএন'র নেতা জাকজাকির প্রতি ন্যায় বিচারের আহ্বান জানায়। ২০১৫ সালের ডিসেম্বরে নাইজেরিয়ার উত্তরাঞ্চলীয় কাদুনা রাজ্যে দেশটির সেনাবাহিনী তার বাসভবনে বর্বরোচিত অভিযান চালানো পর থেকে তিনি কারাগারে আটক রয়েছেন।

অভিযানে ৬০ বছর বয়সি শেইখ জাকজাকি তার বাম চোখ হারিয়েছেন। এছাড়া, হামলায় নিজের স্ত্রী মারাত্মকভাবে আহত হওয়ার পর পাশাপাশি আরো ৩০০ অনুসারি নিহত হয়। নিহতদের মধ্যে তার তিন সন্তানও রয়েছেন।

২০১৬ সালে নাইজেরিয়ার ফেডারেল হাইকোর্ট শেইখ জাকজাকিকে নিঃশর্তভাবে মুক্তি দেয়ার আদেশ দেয়া সত্ত্বে দেশটির সরকার এখন পর্যন্ত তাকে মুক্তি দিতে অস্বীকৃতি জানিয়ে আসছে।

Bootstrap Image Preview