Bootstrap Image Preview
ঢাকা, ২৪ বুধবার, এপ্রিল ২০২৪ | ১১ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

চলে গেলো আলোচিত মিমের রাজা 'গ্রাম্পি ক্যাট'

প্রযুক্তি ডেস্ক
প্রকাশিত: ১৮ মে ২০১৯, ০৩:০৪ PM
আপডেট: ১৮ মে ২০১৯, ০৩:০৪ PM

bdmorning Image Preview


ইন্টারনেটে কিছু মিম আছে যা বহু বার ব্যবহার করা হয়েছে। এমনই বহুল ব্যবহৃত এক মিমে দেখা যেতো মেজাজ খারাপ করে রাখা মোটা এক বিড়ালের ছবি। হালকা নীল চোখের বিড়ালটি মঙ্গলবার পৃথিবী ছেড়ে চলে গেছে।

বিড়ালটির নাম নাম ছিল টারডার সস। তার ছবি ভাইরাল হতে শুরু করে ২০১২ সালে। সব সময় গম্ভীর থাকার কারণে তার ছবি দিয়ে অসংখ্য মিম বানানো হয়েছে। টুইটারের গ্রাম্পি ক্যাট নামে তার একটি পেইজও আছে। সেখানে তার ফলোয়ার ১৫ লাখ ৩০ হাজার। ইন্সটাগ্রামে গ্রাম্পির আছে ২০ লাখ ফলোয়ার ।

টুইটার পেইজটি থেকে এক বিবৃতি দিয়েছে বিড়ালটির মালিক। সেখানে লেখা হয়েছে, বিড়ালটি সারা দুনিয়ার মানুষের মুখে হাসি ফোটাতে সাহায্য করেছে। বিবৃতিতে আরও জানানো হয়, ইউরিন ইনফেকশনে আক্রান্ত হয়ে সাত বছর বয়সী বিড়ালটি মারা গেছে। কোনো কারণে মেজাজ খারাপ থাকার কারণে তার অভিব্যক্তি ওরকম ছিলো না। জন্মগত ত্রুটির ফলে তার আর কোনো অভিব্যক্তি প্রকাশ পেতো না।

এই ব্যাপারটিকেই কাজে লাগিয়ে বিড়ালটির মালিক তাবাথা বান্ডেনসন লাখ লাখ ডলার কামাই করেছেন। বিড়ালটিকে নিয়ে বই লেখা হয়েছে দুটি, একটি ছবিও বানানো হয়েছে।বিড়ালটির মৃত্যুতে অনেকেই ফেইসবুকে ছবি দিয়ে দুঃখ প্রকাশ করেছেন।

Bootstrap Image Preview