Bootstrap Image Preview
ঢাকা, ১৬ মঙ্গলবার, এপ্রিল ২০২৪ | ৩ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ইসরায়েলভিত্তিক আড়াইশো ফেইসবুক অ্যাকাউন্ট বন্ধ

প্রযুক্তি ডেস্ক
প্রকাশিত: ১৮ মে ২০১৯, ০২:৫৯ PM
আপডেট: ১৮ মে ২০১৯, ০২:৫৯ PM

bdmorning Image Preview


বিভিন্ন ধরনের ভুয়া ও অবৈধ কার্যক্রম চালানোর অভিযোগে ফেইসবুক ইসলায়েল থেকে ২৬৫টি ভুয়া অ্যাকাউন্ট, পেইজ, গ্রুপ, ইভেন্ট ও  ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট সরিয়েছে। 

বিশ্বের সবচেয়ে বড় সামাজিক মাধ্যম জায়ান্ট বলছে, এসব পেইজ, অ্যাকাউন্ট থেকে অন্য দেশগুলোকে লক্ষ্যবস্তু হিসেবে কাজ করতো।

বিশেষ করে নাইজেরিয়া, টোগো, অ্যাঙ্গোলা, নাইজার এবং তিউনিশিয়াসহ ল্যাতিন আমেরিকা ও দক্ষিণ এশিয়ার কিছু জায়গাকে লক্ষ্য করে কার্যক্রম চালাতো ইসরায়েল।

ফেইসবুকের সাইবারনিরাপত্তা নীতিমালা প্রধান নাথানীল গ্লেশিয়ার এক বিবৃতিতে বলেন, এই নেটওয়ার্কের পেছনের লোকগুলো পেইজ চালাতে, কনটেন্ট প্রচার করতে এবং কৃত্রিমভাবে কার্যকরিতা বাড়াতে ভুয়া অ্যাকাউন্ট ব্যবহার করে।

সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে, এসব অ্যাকাউন্ট, পেইজ থেকে নিয়মিতভাবেই বিভিন্ন দেশের নির্বাচনের প্রচার, প্রার্থীর চিন্তাভাবনাসহ অন্যান্য বিষয় ও রাজনৈতিক খবর প্রকাশ করতো। 

কার্যক্রমের সঙ্গে জড়িত রয়েছে ইসরায়েলি বাণিজ্যিক প্রতিষ্ঠান আর্কিমিডিস গ্রুপ, জানিয়েছে ফেইসবুক। 

তাই প্রতিষ্ঠানটির সবগুলো অ্যাকাউন্ট ফেইসবুক থেকে নিষিদ্ধ করে কর্তৃপক্ষকে চিঠিও দিয়েছে ফেইসবুক। সেই চিঠিতে দেখা যায়, সংস্থাটির ৬৫টি ফেইসবুক অ্যাকাউন্ট, ১৬১টি পেইজ, ২৩টি গ্রুপ, ১২টি ইভেন্ট এবং চারটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট রয়েছে। 

নিষিদ্ধ করা পেইজগুলোর মধ্যে একটি বা তার চেয়ে বেশি পাতায় প্রায় ২৮ লাখ অ্যাকাউন্ট যুক্ত ছিল। আর একটি গ্রুপে ছিল প্রায় ৫৫০০টি অ্যাকাউন্ট।

Bootstrap Image Preview