Bootstrap Image Preview
ঢাকা, ২৮ বৃহস্পতিবার, মার্চ ২০২৪ | ১৪ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

মাশরাফিদের শুভেচ্ছা বার্তায় যা বললেন প্রধানমন্ত্রী

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৮ মে ২০১৯, ০২:৩৪ PM
আপডেট: ১৮ মে ২০১৯, ০২:৩৮ PM

bdmorning Image Preview


আয়ারল্যান্ডে অনুষ্ঠিত ত্রিদেশীয় সিরিজে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে প্রথম চ্যাম্পিয়ন হওয়ায় টিম টাইগারদের অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। খেলা শেষ হওয়ার পরপরই এক শুভেচ্ছা বার্তায় এ অভিনন্দন জানান তিনি। ক্রিকেটাররা ছাড়াও কোচ ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কর্মকর্তাদেরও শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী।

শুভেচ্ছা বার্তায় প্রধানমন্ত্রী বলেন, পুরো দেশ আমাদের খেলোয়াড়দের টিম স্পিরিট ও তাদের অসাধারণ নৈপুণ্যে গর্বিত।

ক্রিকেটের প্রতি বর্তমান সরকারের সঠিক পৃষ্ঠপোষকতা এবং নিরন্তন সমর্থনে এই সফল ফলাফল বলে বর্ণনা করেন প্রধানমন্ত্রী।

শুক্রবার ত্রিদেশীয় সিরিজের ফাইনালে উইন্ডিজের করা ১৫২ রানের জবাবে, ২৪ ওভারে বাংলাদেশের পরিবর্তিত লক্ষ্য দাড়ায় ২১০ রানের। সৌম্যর ৬৬ রানে দারুনভাবে এগোচ্ছিলো বাংলাদেশ। তবে দ্রুত উইকেট হারিয়ে চাপে পড়ে।শেষদিকে ২৪ বলে ৫২ রানের ঝোড়ো ইনিংসে টাইগারদের ম্যাচ জিতিয়েছেন মোসাদ্দেক, হয়েছেন ম্যাচসেরা

Bootstrap Image Preview