Bootstrap Image Preview
ঢাকা, ১৮ বুধবার, সেপ্টেম্বার ২০১৯ | ৩ আশ্বিন ১৪২৬ | ঢাকা, ২৫ °সে

 ফের ভিলেন রুপে পর্দায় আসছে ঐশ্বরিয়া!

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৮ মে ২০১৯, ১২:৪৯ PM
আপডেট: ১৮ মে ২০১৯, ১২:৪৯ PM

bdmorning Image Preview


বিশ্বসুন্দরী ও বলিউড অভিনেত্রী ঐশ্বরিয়া রায় বচ্চন এখন পর্দায় তেমনটা নিয়মিত নন। এই অভিনেত্রীকে পর্দায় সর্বশেষ দেখা গিয়েছিল ‘ফান্নে খান’ ছবিতে। সেই সিনেমায় তার উপস্থিতি মন কেড়েছিল ভক্তদের। ‘পোন্নিয়্যান সেলভান’ সিনেমার মধ্যে দিয়ে দীর্ঘদিন পর আবারও পর্দায় ফিরছেন এই জনপ্রিয় নায়িকা। তবে এই ছবিতে নতুন চমক নিয়ে আসছে ঐশ্বরিয়া। কারণ এই সিনেমায় তাকে দেখা যাবে ভিলেনের চরিত্রে। 

সিনেমাটি নির্মিত হচ্ছে তামিল উপন্যাস ‘পোন্নিয়্যান সেলভান’ অবলম্বনে। এই ছবির মাধ্যমে বহুভাষী ছবির কাজে হাত দিতে চলেছেন মণিরত্নম। এই উপন্যাসের কাহিনি চোল বংশের অরুলমোজি বর্মনের সময়কার। মণিরত্নমের এই ছবি মূলত পিরিয়ড ড্রামা। চোল ইতিহাসের পর্দার আড়ালে থাকা এমন অনেক চরিত্রদের তুলে ধরবেন পরিচালক এই ছবিতে। তবে এই ছবিতে অভিষেকর অভিনয়ের গুনজন শোনা যাচ্ছে। তবে তিনি অভিনয় করবেন কিনা, সে বিষয়টা কিছু শোনা যায় নি।

ঐশ্বরিয়াকে এমন চরিত্রে অবশ্য এর আগেও ‘ধুম ২’ এবং ‘খাকি’ ছবিতে দেখা গেছে তাকে। তবে, মণিরত্নম, পিরিয়ড ড্রামা এবং ঐশ্বরিয়ার সমীকরণটা বোধহয় একটু বেশিই অবাক করা। নতুন এই ছবিতে ঐশ্বর্যকে পেরিয়া পাজুভেত্তারাইয়ারের স্ত্রী নন্দিনীর চরিত্রে দেখা যেতে পারে। উপন্যাস অনুযায়ী, পাজুভেত্তারাইয়ার আসলে চোল বংশের কোষাধ্যাক্ষ ছিলেন।

এই ছবিতে ঐশ্বর্যর চরিত্রটি রহস্যময়ী। নন্দিনী ক্ষমতালোভী একজন স্ত্রী। চোল বংশের ক্ষমতা কুক্ষিগত করার নেশায় বুঁদ নন্দিনী সর্বদাই স্বামীকে ব্যবহার করতেন। চোল বংশের অপরাধের জন্য প্রতিশোধ নিতে চায় সে। কীভাবে চোল সাম্রাজ্যকে ধ্বংস করা যায়, সেই ছক কষতে থাকে সে। আর এইরকম একটা চরিত্রেই দেখা যাবে ঐশ্বরিয়া।

Bootstrap Image Preview