Bootstrap Image Preview
ঢাকা, ১৯ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

নির্বাচনে বিজেপির ভরাডুবি ‘ফাস’

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৮ মে ২০১৯, ১০:৪৮ AM
আপডেট: ১৮ মে ২০১৯, ১০:৪৮ AM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


ভারতের লোকসভা নির্বাচনের শেষ দফার ভোটের আগেই সর্বভারতীয় ইলেকট্রনিক মিডিয়ার এক্সিট পোল তথা বুথ ফেরত জরিপের ফাঁস হয়ে গেছে নির্বাচনের ফলাফল। এতে ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টি-বিজেপির ভরাডুবির ইঙ্গিত পাওয়া গেছে।

ভারতীয় গণমাধ্যম সংবাদ প্রতিদিন জানায়, ইন্ডিয়া টুডে ভুলবশত এক্সিট পোলের ভিডিও দেখায়। আর মুহূর্তেই সেই ভিডিও ভাইরাল হয়ে পড়ে।

ওই ভিডিওতে দেখা যায়, এক্সিট পোলের পরিসংখ্যান অনুযায়ী বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট ১৭৭টি, কংগ্রেস নেতৃত্বাধীন ইউপিএ-১৪১টি এবং অন্যান্য দলগুলো ২২৪টি আসন পেতে যাচ্ছে।

এই পরিসংখ্যান ভিডিও আকারে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়তেই নড়েচড়ে বসেছে বিজেপি এবং কংগ্রেস নেতৃত্ব। কারণ, শেষ দফা ভোটের আগেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং বিজেপি সভাপতি অমিত শাহ তারা ৩০০ আসন পাচ্ছেন বলে দাবি করে আসছেন।

এর আগে আরএসএস অন্তর্বর্তী সমীক্ষায় এমনই ফলাফলের আভাস পাওয়া গিয়েছিল। সেই সমীক্ষার ফল স্থানীয় নাগপুর টাইমস সংবাদপত্র ফাঁস করে দেয়।

ভাইরাল হওয়া ভিডিওতে আরও দেখা যায়, ওই চ্যানেলের সঞ্চালক আগামী ১৯ মে শেষ দফার ভোটগ্রহণের পর এক্সিট পোলের ফলাফল নিয়ে আলোচনা করার প্রস্তুতি প্রসঙ্গে দর্শকদের বলছিলেন। তখনই ভুলবশত টেলিভিশনের স্ক্রিনে একটি পরিসংখ্যান ভেসে ওঠে।

যেখানে দেখা যায়, দেশের ৫৪০টি লোকসভা আসনের একটি এক্সিট পোলের ফলাফল। সেখানে পরিষ্কারভাবে ফুটে উঠেছে- গতবারের থেকে ১৭৭টি আসন কমছে এনডিএ জোটের। তারা পেতে চলেছে ১৭৭টি আসন।

আর গতবারের তুলনায় ৭৬টি আসন বেড়ে কংগ্রেস নেতৃত্বাধীন ইউপিএ জোট পেতে পারে ১৪১টি আসন। অন্যান্য দলগুলো ২২৪টি আসন পেতে চলেছে।

সারা দেশের এই এক্সিট পোল শেষ দফার ভোটের পর দেখানোর কথা থাকলেও তা ভুলক্রমে কয়েক মিনিটের সম্প্রচার হয়ে যায়। চ্যানেল কর্তৃপক্ষের পক্ষ থেকে এ ঘটনার জন্য ক্ষমাও চাওয়া হয়েছে।

Bootstrap Image Preview