Bootstrap Image Preview
ঢাকা, ২৫ বৃহস্পতিবার, এপ্রিল ২০২৪ | ১১ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

জুমার নামাজে এসে আত্মসমর্পণ করলেন ৭ ইয়াবা ব্যবসায়ী

চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ১৭ মে ২০১৯, ১০:৩১ PM
আপডেট: ১৭ মে ২০১৯, ১০:৩১ PM

bdmorning Image Preview


পুলিশের মাদকবিরোধী অভিযানের মুখে চট্টগ্রাম নগরের বাকলিয়া থানার একটি মসজিদে মুসল্লিদের সামনে আত্মসমর্পণ করেছেন ৭ ইয়াবা ব্যবসায়ী।

শুক্রবার (১৭ মে) জুমার নামাজের আগে বাকলিয়া থানার বজ্রঘোনা এলাকার মাদানী মসজিদে এসে তারা আত্মসমর্পণ করেন। এ সময় বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নেজাম উদ্দিন উপস্থিত ছিলেন।

আত্মসমর্পণ করা ইয়াবা ব্যবসায়ীরা হলেন- মো. আবু বক্কর (৪৫), মো. আব্দুল মাবুদ (৩৮), মো. শাহজাহান (৪৫), মো. শামসু (৪০), এসকান্দর মির্জা (৫৬), ওছিউর রহমান (৪৫) ও মো. ইছাহাক (৫০)।

প্রত্যক্ষদর্শীরা জানান, বজ্রঘোনা এলাকার মাদানী মসজিদে জুমার নামাজের আগে খুতবা চলাকালে পুলিশের অনুরোধে মসজিদের খতিব ইয়াবা ব্যবসায়ীদের আত্মসমর্পণ করার আহ্বান জানালে প্রথমে ৪ ইয়াবা ব্যবসায়ী স্বেচ্ছায় আত্মসমর্পণ করেন। এ সময় মসজিদে প্রায় ২ হাজার মুসল্লি উপস্থিত ছিলেন।

৪ ইয়াবা ব্যবসায়ী আত্মসমর্পণের পর বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নেজাম উদ্দিন দাঁড়িয়ে মুসল্লিদের উদ্দেশ্যে বক্তব্য দেন। বক্তব্যে তিনি মাদক ব্যবসায়ীদের স্বেচ্ছায় আত্মসমর্পণের আহ্বান জানান। ওসির বক্তব্যের পর আরও ৩ মাদক ব্যবসায়ী আত্মসমর্পণের ঘোষণা দেন।

পরে মসজিদের ভেতর ৭ ইয়াবা ব্যবসায়ীকে মাদক ব্যবসা ছেড়ে ভালো মানুষ হওয়ার শপথ পড়ান ওসি মোহাম্মদ নেজাম উদ্দিন।

পুলিশ সূত্র জানায়, ২ মে থেকে নগরের বাকলিয়া থানার বিভিন্ন এলাকায় মাদকবিরোধী টানা অভিযান চলছে। গত ১৫ দিনে ৬৪টি মামলায় ৮৪ জনকে আটক করে আদালতে সোর্পদ করেছে বাকলিয়া থানা। এছাড়াও পুলিশের উদ্যোগে মসজিদে জুমার নামাজের খুতবায় মাদকের ভয়াবহ পরিণাম নিয়ে আলোচনা করছেন খতিবরা।

Bootstrap Image Preview