Bootstrap Image Preview
ঢাকা, ২৮ বৃহস্পতিবার, মার্চ ২০২৪ | ১৪ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

কাজের লোভ দেখিয়ে যেভাবে মানব পাচার করে দালালচক্র

সাইফুল ইসলাম রুদ্র, নরসিংদী প্রতিনিধি
প্রকাশিত: ১৭ মে ২০১৯, ০৫:৫১ PM
আপডেট: ১৭ মে ২০১৯, ০৫:৫৯ PM

bdmorning Image Preview


বিগত সময়ে অবৈধভাবে নরসিংদীতে একটি মহল গ্রাম পর্যায়ে সাধারণ মানুষকে বিদেশের প্রলোভন দেখিয়ে মানব পাচার করে আসছে। মালয়েশিয়া ও থাইল্যান্ডের উদ্দেশ্যে এ পর্যন্ত প্রায় ৩ হাজারের অধিক নরসিংদীর বাশিন্দা দালালের মাধ্যমে পাড়ি দিয়েছে বলে জানান এক  মানব প্রাচারকারী।

পরিচয় গোপন রাখার শর্তে এক পাচারকারী বলেন, আমরা ৫০ জন সদস্য একত্রিত হয়ে এই কাজে নিয়োজিত আছি। প্রতিটি শ্রমিক বাবদ আমাদের ৪০-৫০ হাজার টাকা খরচ হয় তাদের সমুদ্রপথে পাড় করতে।

তাদের গন্তব্যস্থানে পৌঁছলে আমাদের সহকর্মীরা তাদেরকে নিয়ে একটি ভাড়া বাড়িতে রাখে। এখানে একটু কাজের লোভ দেখিয়ে দেশে ফোন দিয়ে টাকা আনার কৌশল খাটায় ও দেশ থেকে ৫-৬ লক্ষ টাকা আমরা আদায় করতে পারি। এই টাকা আমরা সাতটি ভাগে ভাগ করি। পরবর্তীতে তাদেরকে বিভিন্ন জঙ্গলে ফেলে রেখে আমরা সহকর্মীরা সবাই চলে যাই।

রায়পুরা, মনোহরদী, বেলাব, শিবপুর, নরসিংদী সদর ও পলাশসহ এই ছয়টি উপজেলা থেকে ২০১৭-২০১৯ সাল পর্যন্ত অবৈধভাবে প্রায় ৪ হাজারের অধিক থাইল্যান্ড ও মালয়েশিয়ায় পাচার হয়েছে বলে জানান এই দালাল।

নরসিংদী পাসপোর্ট অফিসের সূত্রে জানা যায়, প্রতিদিন ৬০-৭০ জন যুবকদের পাসপোর্ট করা হয়।

বেলাব উপজেলা থেকে পাসপোর্ট করতে আসা মোঃ শাহিন মিয়া রুদ্রকে বলেন, পাসপোর্ট করতে আমার সময় লাগবে ১ মাস কিন্তু পাসপোর্ট হাতে পাওয়ার পরই ১৫ দিনের মধ্যে আমার এলাকার দালালের মাধ্যমে মালয়েশিয়া চলে যাব। ঐ দেশে যাওয়ার পর বৈধ হওয়ার জন্য এলাকার লোকদের সাহায্য নেব।

প্রবাসী আয় আশাব্যঞ্জক হলেও সাগরপথে ও অবৈধভাবে ঝুঁকিপূর্ণ বিদেশযাত্রাই এখন সবচেয উদ্বেগের। সাগরপথে মানব পাচার হয় কক্সবাজারের টেকনাফ দিয়ে। আগে চট্টগ্রাম ও কক্সবাজারের মানুষ সাগরপথে বিদেশ গেলেও দালালদের খপ্পরে পড়ে এখন এই নরসিংদী জেলার মানুষও এই ফাঁদে পা দিচ্ছে। এভাবে বিদেশযাত্রায় এ পর্যন্ত কিছু মানুষ মারা গেছে, নিখোঁজ হয়েছে অনেকে, নির্যাতিত অনেক মানুষ বিক্রি হয়েছে ক্রীতদাস হিসেবে।

রাজনীতি বিশেষজ্ঞরা মনে করেন, দেশে প্রকৃত জনশক্তি রপ্তানী কম হওয়ায় অনেকেই জীবনের ঝুঁকি নিয়ে অবৈধভাবে বিভিন্ন দেশে পারাপার হচ্ছে। এতে করে আমাদের বাংলাদেশের সুনাম নষ্ট হচ্ছে ও ঝরে যাচ্ছে অসংখ্য প্রাণ। অপরদিকে সরকারেরও উচিৎ সীমান্তপথে কঠোর নজরদারী আনা।

Bootstrap Image Preview