Bootstrap Image Preview
ঢাকা, ২৪ বুধবার, এপ্রিল ২০২৪ | ১০ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ঠাকুরগাঁও সীমান্ত থেকে বাংলাদেশি যুবককে ধরে নিয়ে গেছে বিএসএফ

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৭ মে ২০১৯, ০২:৩৯ PM
আপডেট: ১৭ মে ২০১৯, ০২:৩৯ PM

bdmorning Image Preview


ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার রত্নাই সীমান্ত থেকে এক বাংলাদেশি যুবককে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তার নাম মোহাম্মদ হানিফ (৪০)।

শুক্রবার ভোররাতে রত্নাই সীমান্তের ৩৮২ পিলার এলাকা থেকে তাকে ধরে নিয়ে যায় বিএসএফ। মোহাম্মদ হানিফ উপজেলার রত্নাই যুগীবস্তী নয়াবাড়ি গ্রামের জয়নত উদ্দিনের ছেলে।

স্থানীয় (আমজানখোর) ইউপি চেয়ারম্যান মোহাম্মদ আকালু ডোঙ্গা জানান, শুক্রবার ভোরে রত্নাই সীমান্তের ৩৮২ পিলার এলাকা দিয়ে বাড়ি ফিরছিলেন হানিফ। এ সময় ভারতের ১৭১-সোনামতি বিএসএফ ক্যাম্পের সদস্যরা তাকে আটক করে নিয়ে যান।

তবে একটি সূত্র জানায়, হানিফ ফেনসিডিল আনতে গিয়ে ধরা পড়ে।

এ প্রসঙ্গে ঠাকুরগাঁও-৫০ বিজিবির ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল এসএম সাফিউন নবী বলেন, চোরাকারবারি করতে গিয়ে ওই যুবক বিএসএফের হাতে আটক হন।

উল্লেখ্য, গত ৫ মে উপজেলার বেউরঝাড়ী সীমান্ত থেকে চড়ইগেদী গ্রামে আইন উদ্দিনের ছেলে হাবিলউদ্দিন হাবিলকে বিএসএফ আটক করে নিয়ে যায়।

Bootstrap Image Preview