Bootstrap Image Preview
ঢাকা, ১৯ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

মুরাদনগরে শক্রতার জেরে আগুন, ৯টি দোকান পুড়ে ছাই

আবুল কালাম আজাদ, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধিঃ
প্রকাশিত: ১৭ মে ২০১৯, ০২:১৪ PM
আপডেট: ১৭ মে ২০১৯, ০২:১৪ PM

bdmorning Image Preview


পূর্ব শক্রতার জের ধরে পেট্রোল ঢেলে দোকানে আগুন দেয় দুর্বৃত্তরা। এতে মুরাদনগর উপজেলা কাগাতুয়া সৈয়দ আলী সুপার মার্কেটের ৯টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। 

বৃহস্পতিবার (১৬ মে) রাত ১টা ৬ মিনিটের দিকে আগুনের সূত্রপাত হয়। 

মুরাদনগর উপজেলা ৭নং বাঙ্গরা পশ্চিম ইউনিয়নের ৭নং ওয়ার্ড ইউপি'র সদস্য খলিলুর রহমান ও এলাকাবাসী জানায়, বৃহস্পতিবার রাত ১টা ৬ মিনিটে আগুন সূত্রপাত হয়ে ১টা ৩২ মিনিটের মধ্যেই মার্কেটের ৯টি দোকান পুড়ে ছাই হয়ে যায়।

দোকানগুলো হলো- জিলানী সরকার ২টি ফ্রিজ দোকান, সাদেক হোসেন চা স্টল, কবির হোসেন ডেকোরেশন দোকান, দুদ মিয়া হাজী কাপর দোকান, খলিল মেম্বার ঔষূধ ফার্মেসি ও মোজাম্মেল হোসেন বিভিন্ন মালামালের স্টোর রুম, আবু ইউসুফ দোকান, আমজাদ হোসেন সেলাই মিশিন দোকান ২৮ থেকে ৩০ লাখ টাকার মালামাল পুড়ে যায়। 

কাগাতুয়া সৈয়দ আলী সুপার মার্কেট মালিক জিলানী সরকার জানান, কাগাতুয়া গ্রামের ছেতু মিয়ার ছেলে সাউফুল ইসলাম সবুজ, মৃতঃ সুরুজ মিয়া ছেলে অটোরিক্সা চালক নবী মিয়া, সেন্টু মিয়ার ছেলে লিটন মিয়া ও বিষ্ণুপুর গ্রামের ইয়ার হোসেন বৃহস্পতিবার (৯ মে) বজলু মিয়ার দোকান থেকে একটি টিভি চুরি করে বিষ্ণুপুর ইয়ার হোসেন বাড়িতে নিয়ে যায়। ৫দিন পর বিষ্ণুপুর ইয়ার হোসেন বাড়ী থেকে টিভিটি এলাকার সাহেব সর্দাররা ওই টিভি উদ্ধার করে।

পরে বৃহস্পতিবার ওই বিচার হবার কথা ছিল। রাতের আধারে ওই কুচক্রটি পেট্রোল ঢেলে ৯টি দোকান পুড়িয়ে দেয়।

এবিষয়ে ইউপি'র সদস্য খলিলুর রহমান জানান, গ্রামের একটি কুচক্রী মহল রাতের আধারে প্রেক্টোল দিয়ে ৯টি দোকানে আগুন দিয়ে পুড়িয়ে ফেলে। 

অভিযুক্ত সাইফুল ইসলাম সবুজ জানান, আমি এব্যাপারে জড়িত নই। মোবাইলে নবী, লিটন ও ইয়ার হোসেনের  বার বার চেষ্টা করেও সাথে কথা বলা যায়নি।

৭নং বাঙ্গরা পশ্চিম ইউনিয়ন চেয়ারম্যান মোঃ রুহুল আমিন জানান, ঘটনাস্থল পরিদর্শন করেছি। কাগাতুয়া গ্রামের পূর্বেও শক্রতার জের ধরে একটি কুচক্রী মহল পেট্রোল ঢেলে আগুন লাগায়। এতে ৯টি দোকান পুড়ে যায়। ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ৩০ থেকে ৩২ লাখ টাকা মালামাল পূরেছে বলে অনুমান করা হচ্ছে। 

বাঙ্গরা বাজার থানায় অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান জানান, কুড়াখাল গ্রামের বেশ কিছু দোকান পুড়েছে। টেলিফোনে মধ্যরাতে শুনে সাথে সাথে আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। এব্যাপারে মামলা প্রক্রিয়াধীন।


 

Bootstrap Image Preview