Bootstrap Image Preview
ঢাকা, ২৫ বৃহস্পতিবার, এপ্রিল ২০২৪ | ১২ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ইনস্টাগ্রামে ফলোয়ারদের মৃত্যুতে ভোট, কিশোরীর আত্মহত্যা

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৭ মে ২০১৯, ১০:৩২ AM
আপডেট: ১৭ মে ২০১৯, ১০:৩২ AM

bdmorning Image Preview


মরবো নাকি বাঁচবো?‌ ইনস্টাগ্রামে ফলোয়ারদের উদ্দেশে প্রশ্ন ছুড়ে দিয়েছিল মালয়েশিয়ার কুচিং শহরের ১৬ বছরের এক কিশোরী। পোস্টে লেখেন, ‘সত্যিই জরুরি। ডি (ডাই) /এল (লিভ) বেছে নিতে আমাকে সাহায্য করুন।’

অনেকেই মজা ভেবে ‘‌ডি’ বেছে নিয়েছিলেন। অর্থাৎ তার মারা যাওয়ার পক্ষে ভোট দিলেন। আর সেই উপদেশ মেনেই গত ১৪ মে আত্মহত্যা করে ওই কিশোরী। একটি উঁচু বাড়ির ছাদ থেকে লাফ দেয় সে। খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। গোটা ঘটনাটির তদন্তে নেমেছেন কর্মকর্তারা। তদন্তেই সামনে আসে ইনস্টাগ্রামে পোস্টের ব্যাপারটি। দেখা যায়, আত্মহত্যার পাঁচ ঘণ্টা আগে ওই তরুণী ইনস্টাগ্রামে ওই পোস্টটি করেন।

স্থানীয় পুলিশের এক কর্মকর্তা জানিয়েছেন, ওই পোস্টে ৬৯ শতাংশ ফলোয়ার ডাই বা ডি'র পক্ষে ভোট দেন যা ওই কিশোরীকে আত্মহত্যা করতে প্ররোচিত করেছে। তিনি আরও বলেন, মেয়েটির ফেসবুক পোস্ট থেকে ধারণা করা যায় মেয়েটি চূড়ান্ত হতাশায় ভুগছিল। আর সেকারণেই এই পথ বেছে নিয়েছে সে।‌‌

Bootstrap Image Preview