Bootstrap Image Preview
ঢাকা, ২০ শনিবার, এপ্রিল ২০২৪ | ৭ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

প্রশাসনে রদবদল, ৫ ডিআইজিকে বদলি

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৬ মে ২০১৯, ১০:০৫ PM
আপডেট: ১৬ মে ২০১৯, ১০:০৫ PM

bdmorning Image Preview


পুলিশ প্রশাসনে রদবদলে একজন অতিরিক্ত মহাপরিদর্শক (এআইজি) এবং পাঁচ উপ-মহাপরিদর্শককে (ডিআইজি) নতুন পদে বদলি করা হয়েছে। ডিআইজি হাবিবুর রহমানসহ পুলিশের শীর্ষ পর্যায়ের ছয়জন কর্মকর্তার পদে রদবদল হয়।

বৃহস্পতিবার (১৬ মে) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ এ বিষয়ে পৃথক প্রজ্ঞাপন জারি করে।

প্রজ্ঞাপনে বলা হয়, পুলিশ সদরদপ্তরের এআইজি মোহাম্মদ শফিকুল ইসলামকে অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) প্রধান করা হয়েছে। আর ডিআইজি (নৌ পুলিশ) শেখ মোহাম্মদ মারুফ হাসানকে এআইজি (চলতি দায়িত্বে) হিসেবে পুলিশ স্টাফ কলেজের রেক্টর করা হয়েছে।

ডিআইজি (ঢাকা রেঞ্জ) চৌধুরী আবদুল্লাহ আল-মামুনকে এআইজি (চলতি দায়িত্বে) হিসেবে পুলিশ সদরদপ্তরে এবং পুলিশ সদরদপ্তরের ডিআইজি ব্যারিস্টার মাহবুবুর রহমানকে এআইজি (চলতি দায়িত্বে) হিসেবে হাইওয়ে পুলিশে বদলি করা হয়েছে।

বিশেষ শাখার (এসবি) ডিআইজি মো. তওফিক মাহবুব চৌধুরীকে পুলিশ সদরদপ্তরে ডিআইজি এবং পুলিশ সদরদপ্তরের ডিআইজি হাবিবুর রহমানকে ঢাকা রেঞ্জের ডিআইজির দায়িত্ব দেয়া হয়েছে।

Bootstrap Image Preview