Bootstrap Image Preview
ঢাকা, ২৪ শনিবার, আগষ্ট ২০১৯ | ৯ ভাদ্র ১৪২৬ | ঢাকা, ২৫ °সে

বাড়ি যাওয়া হলো না, রাস্তাতেই প্রাণ গেল এসআই মোস্তাফিজুরের

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৬ মে ২০১৯, ০৮:৪৪ PM
আপডেট: ১৬ মে ২০১৯, ০৮:৪৪ PM

bdmorning Image Preview


নরসিংদীর ঢাকা-সিলেট মহাসড়কের বাগহাটা নামক স্থানে গরু বোঝাই একটি ট্রাকের চাপায় মোস্তাফিজুর রহমান নামে পুলিশের এক সাব-ইন্সপেক্টর (এসআই) নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (১৬ মে) দুপুরে কর্মস্থল থেকে বাড়ি ফেরার পথে এ দুর্ঘটনা ঘতে। নিহত মোস্তাফিজুর রহমান শিবপুর উপজেলার মুনসেফেরচর গ্রামের বজলুর রহমানের ছেলে। তিনি ঢাকায় এসবি'তে কর্মরত ছিলেন।

পুলিশ জানায়, নিহত মোস্তাফিজ মটোরসাইকেল যোগে ঢাকা কর্মস্থল থেকে নরসিংদী নিজ বাড়ি শিবপুরের মুনসেফেরচর গ্রামে আসছিল। মটোরসাইকেলটি ঢাকা-সিলেট মহাসড়কের বাগহাটা রাতুন টেক্সটাইলের সামনে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা গরু বোঝাই ট্রাকের সাথে সংঘর্ষ হয়। এতে মোস্তাফিজ গুরুতর আহত হয়। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের চাচাশ্বশুর মেহেদী হাসান ফারুক বলেন, গত দেড় বছর আগে মোস্তাফিজের সঙ্গে তার ভাতিজি বর্ষার বিয়ে হয়। সে ৭ মাসের গর্ভবতী। এর মধ্যে দুর্ঘটনায় মোস্তাফিজের প্রাণ গেল।

সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দুজ্জামান বলেন, ঘাতক ট্রাক ও ট্রাক চালককে আটক করা হয়েছে। ময়নাতদন্তের জন্য পুলিশ সদস্যের লাশ সদর হাসপাতালে মর্গে প্রেরণ করা হয়েছে।

Bootstrap Image Preview