Bootstrap Image Preview
ঢাকা, ১৮ রবিবার, আগষ্ট ২০১৯ | ৩ ভাদ্র ১৪২৬ | ঢাকা, ২৫ °সে

প্রেমের জন্য পরীক্ষায় ফেল, প্রেমিকার কাছে ক্ষতিপূরণের টাকা চাইল প্রেমিক

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৬ মে ২০১৯, ০৬:০২ PM
আপডেট: ১৬ মে ২০১৯, ০৬:০২ PM

bdmorning Image Preview


সদ্য প্রমে পড়লে যে একটু পাখনা গজায় তা সবারই জানা। তা সে পড়াশুনা হোক কিংবা অন্যকাজ একটু মনোযোগে ব্যাঘাত ঘটতেই পারে। কিন্তু তা বলে এর জন্য প্রেমিকাকে দোষ! শুধু তাই নয় প্রেমের জন্য পড়াশুনায় ব্যাঘাতে প্রমিকার কাছ থেকে ক্ষতিপূরণে টাকা পর্যন্ত দাবি করা হলো।

ঠিক এই কাণ্ডটিই করেছেন ভারতের অওরঙ্গাবাদের এক যুবক। ব্যাচেলর অফ হোমিওপ্যাথিক মেডিসিন অ্যান্ড সার্জারি পড়ছেন তিনি।

গতবছর এই কোর্সে ভর্তি হওয়ার পর থেকেই তিনি প্রেম করতে শুরু করেন এক সহপাঠীর সঙ্গে। প্রথম বর্ষের রেজাল্ট বেরনোর পর দেখা যায় তিনি পাশ করতে পারেননি। সঙ্গে-সঙ্গে সব দোষ দিয়ে দেন প্রেমিকাকে।

যুবকের দাবি, প্রেম করতে গিয়েই পড়াশোনার করার সময় পাননি তিনি! এতেই থেমে না থেকে, প্রথম বছর পড়াশোনা করতে যা খরচ হয়েছে তার পুরোটাই প্রেমিকাকে ফেরত দিতে হবে, এমনই বক্তব্য তাঁর!

প্রেমিকা কথা বলা বন্ধ করে দিলে তাঁকে ও তাঁর পরিবারকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় নানা অপ্রীতিকর পোস্ট করতে থাকেন তিনি। হুমকিও দেন প্রেমিকা ও তাঁর পরিবারকে। বাধ্য হয়ে পুলিশে অভিযোগ করেছেন তাঁরা।

Bootstrap Image Preview